সেপ্টেম্বর ২০, সিএমজি বাংলা ডেস্ক: অস্ট্রেলিয়ান উইংসুটার তাহি মুনরো বুধবার মধ্য চীনের হুনান প্রদেশের থিয়েনমেন মাউন্টেন ন্যাশনাল ফরেস্ট পার্কে অনুষ্ঠিত দশম ওয়ার্ল্ড উইংসুট লিগ এ বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন। ২৪ দশমিক ৭০৩ সেকেন্ডে এয়ার রেসিং খেতাব জিতেছেন তিনি।
চারদিনের এই প্রতিযোগিতার ফাইনাল হয় বুধবার। চূড়ান্ত আট প্রতিযোগী প্রায় ১৪০০ মিটার উঁচু পর্বত থেকে পালাক্রমে লাফ দেন। রাউন্ড, টেকঅফ এবং ল্যান্ডিং পয়েন্টের মধ্যে উল্লম্ব দূরত্ব ছিল ৯৯০ মিটার। বাতাসে সরল-রেখার তারা পার করেছেন প্রায় ১ দশমিক ৩ কিলোমিটার দূরত্ব।
দুটি রাউন্ডের পর, মুনরো একটি নিখুঁত পারফরম্যান্স দিয়ে বাকিদের ছাড়িয়ে যান।
ফয়সল/নাহার
তথ্য ও ছবি: সিসিটিভি