বেইজিং সংস্কৃতি ফোরাম ২০২৪ শুরু
2024-09-20 15:30:25

সেপ্টেম্বর ২০: ২০২৪ সালের বেইজিং সংস্কৃতি ফোরাম গতকাল (বৃহস্পতিবার) সকালে বেইজিংয়ে উদ্বোধন হয়েছে। চীনের কমিউনিস্ট পার্টি-সিপিসি’র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য ও সিপিসির প্রচার বিভাগের প্রধান লি শুলেই এতে অংশ নেন এবং ভাষণ দেন।

দেশি-বিদেশি অতিথিরা মনে করেন, গত বছর প্রেসিডেন্ট সি চিনপিং ফোরামের কাছে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন, যাতে চীনা জাতির উন্মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক সাংস্কৃতিক মনের ঘোষণা এবং চীনের বিভিন্ন দেশের সঙ্গে সাংস্কৃতিক বিনিময় জোরদার করা, মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজ প্রতিষ্ঠার আন্তরিক আশা-আকাঙ্ক্ষা প্রকাশিত হয়েছে। সি’র সাংস্কৃতিক ভাবাদর্শ চীনা সংস্কৃতি প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ মাইলফলক স্থাপন করেছে এবং বিশ্ব সাংস্কৃতিক উন্নয়ন ও সভ্যতার অগ্রগতি বেগবান করার জন্য চীনা প্রজ্ঞার অবদান রাখে।

দেশি-বিদেশি অতিথিরা মনে করেন, সাংস্কৃতিক উত্তরাধিকার জোরদার করে, নিজেদের জাতির ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্য মূল্যায়ন করে, অমূল্য ঐতিহ্যকে ধারন করে, সাংস্কৃতিক সমৃদ্ধি বেগবান করে, শৈল্পিক নিয়ম মনে চলে, ইন্টারনেটের বিশাল স্পেসকে কাজে লাগিয়ে সাংস্কৃতিক সৃষ্টি ও উদ্ভাবনের প্রাণশক্তি উদ্দীপ্ত করে, আরো বেশি পরমোত্কৃষ্ট শিল্প-কর্ম তৈরি করতে হবে। এ ছাড়া পারস্পরিক সভ্যতা থেকে শেখা গভীরতর করে, বিশ্ব সভ্যতা উদ্যোগ অনুশীলন করে, ব্যাপক আন্তর্জাতিক সাংস্কৃতিক বিনিময় ও সহযোগিতা চালিয়ে বিভিন্ন দেশের জনগণের পারস্পরিক সমঝোতা ও মৈত্রী বাড়াতে হবে। (প্রেমা/হাশিম/ইয়াং)