সেপ্টেম্বর ২০: নাইজেরিয়া সময় মঙ্গলবার আবুজায় গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী উদযাপনের জন্য বিশেষ ইভেন্ট ‘রিটেন ইন দ্য স্কাই: মাই চায়না স্টোরি’ সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানটি চায়না মিডিয়া গ্রুপ সিএমজির উদ্যোগে আয়োজিত হয়। চীনের উপ প্রচারমন্ত্রী ও সিএমজি’র মহাপরিচালক শেন হাই সিয়োং এতে ভিডিও ভাষণ দিয়েছেন।
জনাব শেন বলেছেন, গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী উপলক্ষ্যে, সিএমজি ‘রিটেন ইন দ্য স্কাই: মাই চায়না স্টোরি’ কার্যক্রম আয়োজন করেছে। বিশ্বব্যাপী চীন ও বিদেশের মধ্যে ১৬০০টিরও বেশি গল্পের কার্যক্রম চালু করেছে, ৬০টিরও বেশি দেশের বন্ধুদের গল্প পাওয়া গেছে। বিভিন্ন অক্ষর অভিন্ন আবেগ প্রকাশ করে, বিশ্বের সব দেশের আবেগ ও সংস্কৃতির গভীর একীকরণের প্রতিনিধিত্ব করে, সব দেশের মানুষ শান্তি ও সৌন্দর্যের জন্য গভীর আকাঙ্ক্ষা ধারণ করে, জাতীয় সীমানা এবং সময় ও স্থান জুড়ে মানুষের বন্ধুত্বের গভীর শক্তি ঘনীভূত করে। সিপিসি’র ২০তম কেন্দ্রীয় কমিটির তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশন বিশ্বব্যাপী আধুনিকীকরণের জন্য নতুন উন্নয়নের সুযোগ প্রদান করেছে এবং সভ্যতার মধ্যে আদান-প্রদান ও পারস্পরিক শিক্ষা গভীর করেছে। একে লক্ষ্য হিসেবে গ্রহণ করার পাশাপাশি আন্তর্জাতিক ব্যক্তি ও সাংস্কৃতিক বিনিময়কে শক্তিশালী করা হবে, বৈশ্বিক সভ্যতার মধ্যে কথোপকথন জোরদার করা হবে। পাশাপাশি, মানুষে মানুষে যোগাযোগ প্রচার করা এবং চীনা সংস্কৃতির চূড়ান্ত রোমান্টিক উষ্ণতা চিত্রিত করার কথাও বলেন তিনি।
(শুয়েই/তৌহিদ)