বেইজিং সাংস্কৃতিক ফোরাম শুরু
2024-09-20 17:59:53

সেপ্টেম্বর ২০, সিএমজি বাংলা ডেস্ক: শুরু হয়েছে বেইজিং সাংস্কৃতিক ফোরাম। বৃহস্পতিবার শুরু হওয়া ফোরামটির স্থায়ী থিম—‘উত্তরাধিকার, সৃজনশীলতা এবং পারস্পরিক শিক্ষা’। আর এই বছরের উপ-থিম হলো ‘সাধারণ অগ্রগতি অর্জনের জন্য সাংস্কৃতিক বিনিময় গভীর করা।’

 

তিন দিনব্যাপী এ অনুষ্ঠানে থাকবে একটি প্রধান ফোরাম, ছয়টি উপ-ফোরাম, এবং ৩২টি সেমিনার ও নানা সাংস্কৃতিক কর্মকাণ্ড। ৭০টিরও বেশি দেশ ও অঞ্চলের ৮০০টিরও বেশি দেশি-বিদেশি প্রতিনিধি সাংস্কৃতিক ক্ষেত্রের উন্নয়ন নিয়ে মতবিনিময় করবেন এতে।

 

২০২৩ সালে বিশ্বের সঙ্গে চীনের যত সাংস্কৃতিক আদান-প্রদান হয়েছে তার একটি বিশদ প্রতিবেদন বৃহস্পতিবারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রকাশ করা হয়। যাবতীয় চ্যালেঞ্জ ও সুযোগ নিয়ে চীনের সঙ্গে অন্যান্য দেশের সাংস্কৃতিক বিনিময় গত বছর কী করে দ্রুত পুনরুদ্ধার হয়েছে তার একটি ইতিবাচক নির্দেশনা রয়েছে ওই প্রতিবেদনে।

 

ফোরামের বক্তারা সাংস্কৃতিক উত্তরাধিকারকে শক্তিশালী করা এবং ঐতিহ্যকে লালন করার প্রয়োজনীয়তায় জোর দেন।

 

তারা বলেছেন, শিল্পীদের উৎসাহ প্রদান করে অনলাইনে সাংস্কৃতিক সামগ্রীর প্রসার ঘটিয়ে জনগণকে সাংস্কৃতিক কর্মকাণ্ডের সমৃদ্ধি প্রচারে আগ্রহী করা উচিত।

 

এই বছরের ফোরামে প্রথমবারের মতো সাংস্কৃতিক শিল্প বিনিয়োগকারীদের সম্মেলনও অনুষ্ঠিত হবে।

 

ফয়সল/নাহার

তথ্য ও ছবি: সিসিটিভি