তাইওয়ান অঞ্চলে মার্কিন অস্ত্র বিক্রিতে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিন্দা
2024-09-20 18:08:11

সেপ্টেম্বর ২০, সিএমজি বাংলা ডেস্ক: চীনের তাইওয়ান অঞ্চলে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রিতে দৃঢ় অসন্তোষ ও বিরোধিতা জানিয়েছে চীন। শুক্রবার চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র একথা বলেছেন।

 

তাইওয়ান অঞ্চলে অস্ত্র বিক্রির সাম্প্রতিক মার্কিন পরিকল্পনার বিষয়ে একটি প্রশ্নের জবাবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র চাং সিয়াওকাং উল্লেখ করেন, এই ধরনের অস্ত্র বিক্রি এক-চীন নীতির গুরুতর লঙ্ঘন এবং চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কিত তিনটি ঘোষণার ব্যত্যয় ঘটায়।

 

চাং বলেন, চীন এই বিষয়ে মার্কিন পক্ষের কাছে আনুষ্ঠানিক অসন্তোষের কথা জানিয়েছে।

 

মুখপাত্র বলেছেন, তাইওয়ানের তথাকথিত স্বাধীনতার পক্ষে থাকা বিচ্ছিন্নতাবাদীদের কার্যকলাপ তাইওয়ান প্রণালীজুড়ে শান্তির জন্য সবচেয়ে বড় হুমকি। যুক্তরাষ্ট্র বিচ্ছিন্নতাবাদী বাহিনীকে ‘ভুল সংকেত’ পাঠিয়েছে এবং অঞ্চলটিকে বিপজ্জনক পরিস্থিতির দিকে ঠেলে দিয়ে তাইওয়ানের বাসিন্দাদের নিরাপত্তাকে মারাত্মক হুমকিতে ফেলেছে বলেও জানান তিনি।

 

চাং জোর দিয়ে বলেন, তাইওয়ান অঞ্চলের নিরাপত্তা আন্তঃপ্রণালী সম্পর্কের শান্তিপূর্ণ বিকাশের ওপর নির্ভর করছে। যুক্তরাষ্ট্রের তৈরি অস্ত্রগুলো ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি কর্তৃপক্ষের জন্য কোনো তন্ত্রমন্ত্র হিসেবে কাজ করবে না বলেও জানান চাং।

 

চাং আরও বলেন, তাইওয়ান প্রশ্ন এমন একটি লাল সীমারেখা যা চীন-মার্কিন সম্পর্কের প্রেক্ষাপটে অতিক্রম করা উচিত নয়।

 

চীনের সঙ্গে সংশ্লিষ্ট দেশগুলোর সামরিক বাহিনীর মধ্যে সম্পর্কের স্থিতিশীল, স্বাস্থ্যকর এবং টেকসই উন্নয়ন বজায় রাখতে ব্যবহারিক পদক্ষেপ নিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান চাং।

 

তিনি বলেন, চীনের গণমুক্তি ফৌজ যেকোনো বিচ্ছিন্নতাবাদী প্রচেষ্টা ও বহিরাগত শক্তির হস্তক্ষেপে শক্তিশালী পদক্ষেপ নেবে।

 

ফয়সল/নাহার

 

তথ্য ও ফাইল ছবি: সিজিটিএন