সেপ্টেম্বর ২০: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং আজ (শুক্রবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, আলোচনার মাধ্যমে ফুকুশিমা পারমাণবিক দূষিত পানি সমস্যা সমাধানের জন্য দু’দেশের নেতাদের মতৈক্য অনুসারে, চীন জাপান ও সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থার সঙ্গে ১০ দফা নিবিড় আলোচনা ও পরামর্শ করেছে এবং নিরলস প্রচেষ্টার মাধ্যমে কিছু ঐক্যমত্যে পৌঁছেছে। মুখপাত্র জোর দিয়ে বলেন, জাপানের সমুদ্রে পরমাণু পানি নিষ্কাশনের চীন দৃঢ় বিরোধিতা করে এবং এই অবস্থান অপরিবর্তিত রয়েছে। চীন ও জাপানের মধ্যে ঐকমত্যের অর্থ- চীন অবিলম্বে জাপানি জলজ পণ্য আমদানি সর্বাত্মকভাবে পুনরায় শুরু করছে না।
মুখপাত্র বলেন, বর্তমানে প্রাসঙ্গিক আন্তর্জাতিক প্রক্রিয়ার সীমাবদ্ধতার কারণে, সমুদ্র নিষ্কাশনের বর্তমান মূল্যায়ন ও পর্যবেক্ষণ অসম্পূর্ণ, স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতার অভাব রয়েছে এবং আরও উন্নত ও শক্তিশালী করা প্রয়োজন।
তিনি আরও বলেন, আমরা জাপানের সঙ্গে প্রযুক্তিগত পরামর্শ পরিচালনা করব। চীনের দাবিগুলি সম্পূর্ণরূপে পূরণ করার ভিত্তিতে, ধীরে ধীরে প্রবিধান মেনে জাপানি সামুদ্রিক পণ্যের আমদানি আবারও শুরু করব। প্রাসঙ্গিক পরামর্শের ফলাফল ও নীতির সমন্বয় যথাসময় ঘোষণা করা হবে বলেও জানান তিনি।
(জিনিয়া/তৌহিদয/ফেই)