সেপ্টেম্বর ১৯: ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের অবৈধ দখল বন্ধ করতে জাতিসংঘ সাধারণ পরিষদের দশম জরুরি বিশেষ অধিবেশন গতকাল (বুধবার) একটি প্রস্তাব পাস করেছে। বিপুল ভোটে পাস হওয়া প্রস্তাবটিতে ১২ মাসের মধ্যে ফিলিস্তিনি ভূখণ্ডের অবৈধ দখল বন্ধ করার কথা বলা হয়েছে।
সেদিন ভোটের ফলাফল ছিল, পক্ষে ১২৪ ভোট, বিপক্ষে ১৪ ভোট এবং ৪৩ জন অনুপস্থিত। প্রস্তাবটি গৃহীত হওয়ার ১২ মাসের মধ্যে ইসরাইলকে অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে তার অবৈধ উপস্থিতি বন্ধ করতে হবে এবং আন্তর্জাতিক আইনের অধীনে তার সমস্ত আইনি বাধ্যবাধকতা অবিলম্বে পূরণ করতে হবে, যার মধ্যে আন্তর্জাতিক বিচার আদালতের অধীনে তার বাধ্যবাধকতা রয়েছে। প্রস্তাবটি দাবি করে যে, দখলকৃত ফিলিস্তিনি অঞ্চল থেকে সমস্ত ইসরায়েলি সামরিক বাহিনীকে প্রত্যাহার করতে হবে, যার মধ্যে রয়েছে সমস্ত নতুন বসতি স্থাপনের কার্যক্রম বন্ধ করা এবং অধিকৃত ফিলিস্তিনি অঞ্চল থেকে সমস্ত বসতি স্থাপনকারীদের প্রত্যাহার করা; ফিলিস্তিনি ভূমি এবং অন্যান্য প্রকৃত সম্পত্তি ফেরত দিতে হবে এবং দখলকৃত সময় গৃহহীন সমস্ত ফিলিস্তিনিদের তাদের আদি বাসস্থানে ফিরে যেতে অনুমতি দিতে হবে।
প্রস্তাবটি সমস্ত দেশকে আন্তর্জাতিক আইনের অধীনে তাদের বাধ্যবাধকতাগুলো পূরণ করার আহ্বান জানায়।
(রুবি/হাশিম/সুবর্ণা)