বন্যার জরুরি প্রতিক্রিয়া জারি চীনের পাঁচ অঞ্চলে
2024-09-19 18:33:32

সেপ্টেম্বর ১৯, সিএমজি বাংলা ডেস্ক: চীনের পাঁচটি প্রাদেশিক-স্তরের অঞ্চল—শাংহাই, চিয়াংসু, চেচিয়াং, হ্যনান ও হাইনানে বন্যার জন্য চতুর্থ স্তরের জরুরি প্রতিক্রিয়া জারি করা হয়েছে। বুধবার চীনের পানিসম্পদ মন্ত্রণালয় এ ঘোষণা করে।

 

টাইফুন বেবিনকা, টাইফুন পুলাসান ও দক্ষিণ চীন সাগরে একটি গ্রীষ্মমণ্ডলীয় নিম্নচাপের কারণে এই পাঁচ অঞ্চলের কিছু মাঝারি ও ছোট নদীর পানি শুক্রবারের মধ্যে সতর্কতা সীমা ছাড়িয়ে যেতে পারে বলে মন্ত্রণালয় জানিয়েছে।

 

টাইফুন পর্যবেক্ষণ, পূর্বাভাস এবং আগাম সতর্কতা জোরদারের প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে জরুরি প্রতিক্রিয়ার অধীনে। এ ছাড়া ছোট ও মাঝারি আকারের নদীতে বন্যার পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকায় পাহাড়ি স্রোত দ্বারা সৃষ্ট দুর্যোগ প্রতিরোধেও প্রচেষ্টা বাড়ানো হবে।

 

চীনের জাতীয় আবহাওয়া কেন্দ্র বুধবার সন্ধ্যায় টাইফুন পুলাসানের জন্য একটি হলুদ সতর্কতা জারি করেছে। এতে বলা হয় শক্তিশালী বাতাস ও ভারী বৃষ্টিপাত বৃহস্পতিবার রাত পর্যন্ত পূর্বাঞ্চলে আঘাত হানবে।

 

ফয়সল/শান্তা