সেপ্টেম্বর ১৯: চীন-ব্রিটেন অর্থনৈতিক ও আর্থিক সংলাপের চীনা শীর্ষ প্রতিনিধি, চীনের উপ-প্রধানমন্ত্রী হ্য লি ফেং, গতকাল বুধবার ব্রিটিশ অর্থমন্ত্রী র্যাচেল জেন রিভসের সাথে ফোনালাপ করেছেন। চীন ও ব্রিটেনের অর্থনৈতিক ও আর্থিক সংলাপ পুনরুদ্ধার এবং দ্বিপাক্ষিক আর্থ-বাণিজ্যিক সহযোগিতা জোরদারে মতবিনিময় করেন তাঁরা।
চীনা উপ-প্রধানমন্ত্রী বলেন, ব্রিটেনের সাথে দু’দেশের নেতাদের গুরুত্বপূর্ণ মতৈক্য বাস্তবায়ন করবে চীন, দু’দেশের অর্থনৈতিক ও আর্থিক সংলাপ পুনরুদ্ধার করবে, বাণিজ্য ও পুঁজি বিনিয়োগের সুবিধাজনক প্রক্রিয়া বাস্তবায়ন করবে এবং আর্থ, সবুজ অর্থনীতি,বায়োমেডিসিন, এআই প্রযুক্তিসহ বিভিন্ন খাতের সহযোগিতা সম্প্রসারণ করবে।
রিভস বলেছেন, ব্রিটেন, চীনের সাথে সংলাপ ও সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক, যাতে দু’পক্ষের দীর্ঘকালীন পারস্পরিক উপকারি সম্পর্কের স্থিতিশীল ও স্থায়ী ভিত্তি স্থাপন করা যায়।
(সুবর্ণা/হাশিম/রুবি)