সেপ্টেম্বর ১৯: অবিলম্বে গাজায় সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানায় চীন। আজ (বৃহস্পতিবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে এ-কথা বলেছেন।
তিনি বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের জরুরি বিশেষ অধিবেশনে বুধবার সর্বসম্মত ভোটে ইসরায়েলের অধিকৃত ফিলিস্তিনের ইস্যুতে উপদেষ্টা মতামতের একটি খসড়া প্রস্তাব পাস হয়েছে। চীন এতে স্বাগত জানায় ও প্রশংসা করে। চীন খসড়া রেজুলেশনকে সমর্থন করে এবং এর পক্ষে ভোট দিয়েছে। প্রস্তাবটি সম্পূর্ণরূপে বাস্তবায়নের প্রত্যাশা করে চীন। গাজায় বর্তমান দফার সংঘাতের এক বছরে ফিলিস্তিন ইস্যুতে জাতিসংঘের বিশেষ সাধারণ পরিষদ ৪টি সম্মেলন করেছে এবং নিরাপত্তা পরিষদ ৪টি প্রস্তাব পাস করেছে। আন্তর্জাতিক সমাজ বারবার যুদ্ধবিরতি এবং যুদ্ধ অবসানে জোরালো আহ্বান জানিয়েছে। তারপরও গাজায় যুদ্ধ অব্যাহত রয়েছে। এতে গুরুতর মানবিক বিপর্যয় তৈরি হয়েছে। ফিলিস্তিন সমস্যা সমাধানের একমাত্র সম্ভাব্য উপায় হল দুই-রাষ্ট্র সমাধান বাস্তবায়ন করা।
চীন শান্তি, ন্যায়বিচার ও সিংহভাগ দেশের পক্ষে অব্যাহতভাবে দাঁড়াবে, সব পক্ষের সাথে ঘনিষ্ঠভাবে যোগাযোগ করবে, যুদ্ধবিরতি, মানবিক সংকট প্রশমন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারে ইতিবাচক ও গঠনমূলক ভূমিকা পালন করবে। ফিলিস্তিন সমস্যার যত তাড়াতাড়ি সম্ভব সার্বিক ও দীর্ঘস্থায়ী সমাধান চায় চীন।
(শুয়েই/তৌহিদ/জিনিয়া)