নিং হুয়ানইয়ু
2024-09-19 10:33:39

নিং হুয়ানইয়ু ১৯৯৩ সালের ১১ সেপ্টেম্বরে চীনের কুইচৌ প্রদেশের থোং রেন শহরে জন্মগ্রহণ করেন। তিনি চীনের মূল-ভূখণ্ডের একজন গায়ক, প্রযোজক এবং টিভি ও চলচ্চিত্র অভিনেতা। তিনি সিছুয়ান কনজারভেটরি অফ মিউজিকের স্নাতক।

বন্ধুরা, নিং হুয়ানইয়ু সম্পর্কে পরে আরও তথ্য জানাবো আপনাদেরকে। এখন আমি আপনাদের তাঁর একটি গান শোনাতে চাই। গানের নাম ‘বেবি আই লাভ ইউ’। শুনুন তাহলে গানটি। (গান-১)

বন্ধুরা, শুনছিলেন নিং হুয়ানইয়ু’র ‘বেবি আই লাভ ইউ’ গানটি।

ছোটবেলা থেকে নিং হুয়ানইয়ু ক্লাসিক্যাল পিয়েনো শিখতে শুরু করেন এবং এতে দশ স্তরের পরীক্ষা পাস করেন। ২০১২ সালে তিনি জাতীয় পর্যায়ে প্রথম স্থান নিয়ে সিছুয়ান কনজারভেটরি অফ মিউজিকে প্রবেশ করেন। সে বছর তিনি বন্ধুর সাথে নিজের স্টুডিও প্রতিষ্ঠা করেন এবং বেশ কয়েকটি ভিন্ন শৈলীর মূল সংগীত প্রকাশ করেন। ২০১৩ সালে তিনি হুনান টিভি’র একটি প্রতিভা অনুষ্ঠানে অংশ নিয়ে সারা দেশের ফাইনালে চতুর্থ স্থান পান। একই বছরের সেপ্টেম্বরে তিনি একক গান ‘যদি গভীরভাবে ভালোবাসো’ প্রকাশ করেন। আচ্ছা বন্ধুরা, তাহলে এখন আমি গানটি আপনাদেরকে শোনাবো, কেমন? শুনুন তাহলে। (গান-২)

২০১৫ সালের ২২ এপ্রিল নিং হুয়ানইয়ু ‘তুমি কি মনে করো আমি তার জন্য যথেষ্ট ভাল?’ নামে একক গান প্রকাশ করেন। এটি একটি জ্যাজ শৈলীর গান এবং তাঁর প্রথম একক সৃষ্ট অ্যালবামের ওয়ার্ম আপ গান। গানটি ব্যঙ্গাত্মক সুরে ছেলেদেরকে কোনো মেয়েকে পছন্দ করার কথা প্রকাশ করার সাহস দেয়। গানের মাধ্যমে নিং হুয়ানইয়ু আশা প্রকাশ করেন যে, ছেলেরা প্রেমাস্পদের সাথে দেখা করার সময় ভালোবাসার কথা নির্ভয়ে বলবে। এ গানের সুর হাল্কা এবং লিরিক্স হাস্যরসাত্মক। নিং হুয়ানইয়ু’র বৈশিষ্ট্যময় পরিবেশনার মাধ্যমে এ হাস্যরস শ্রোতাদের মাঝে সঞ্চারিত হয়। আচ্ছা বন্ধুরা, তাহলে এখন আমি অবশ্যই ‘তুমি কি মনে করো আমি তার জন্য যথেষ্ট ভাল?’ গানটি আপনাদের শোনাই। শুনুন তাহলে গানটি। (গান-৩)

২০১৫ সালের ১৪ অক্টোবর নিং হুয়ানইয়ু তাঁর প্রথম একক অ্যালবাম ‘হৃদয় থেকে হৃদয়’ প্রকাশ করেন। এতে মোট ১০টি গান অন্তর্ভুক্ত করা হয়। ২০১৩ সালে জনপ্রিয় হয়ে উঠার পর তিনি তার সমস্ত শক্তি সংগীত সৃষ্টিতে নিয়োজিত করেন, এবং দু’বছরের সময় পর তিনি চূড়ান্ত অ্যালবামটি সম্পন্ন করেন। কয়েকশ’ দিনরাতের জমা এবং একের পর এক গবেষণা ও চেষ্টা, বহুবার সংশোধন ও রান-ইনের মধ্য দিয়ে তিনি অ্যালবামটি সম্পন্ন করেন। অ্যালবামে রাখা ‘ম্যান্ডারিন’ নামে গান তাঁর নিজের সত্যিকার গল্প থেকে তৈরি। যখন তিনি জন্মস্থান কুইচৌ থেকে ছেংতুতে গান শিখতে যান, তখন তিনি ম্যান্ডারিন বলতে পারতেন না। এ বিষয়টিতে তিনি বিব্রত বোধ করতেন। তিনি সহপাঠীদের সামনে নিজেকে বোকা বানাতে চাইতেন না, সুতরাং যখন সবাই খেতে যায়, তখন তিনি গান চর্চা করেন। বহু প্রচেষ্টার পর, তাঁর ম্যান্ডারিন আস্তে আস্তে ঠিক হয়ে যায় এবং সবার স্বীকৃতি পায়। আচ্ছা বন্ধুরা, তাহলে এখন আমি  নিং হুয়ানইয়ু’র ‘ম্যান্ডারিন’ নামে গানটি আপনাদেরকে শোনাচ্ছি, কেমন? শুনুন তাহলে। (গান-৪)

‘তোমার জন্য আমাকে ভালোবাসো’ হলো ২০১৬ সালের একটি অনলাইন নাটকের থিমসং। নিং হুয়ানইয়ু এবং কণ্ঠশিল্পী লিউ সিচুন এক সাথে গান করেন। কিন্তু নাটকে করুণ জীবনের নায়কের জন্য আবারও গানটিতে কণ্ঠ দেন তিনি। তবে, তিনি এবার আগের গাওয়া পদ্ধতি অতিক্রম করে, রিকর্ডিংয়ের সময় মনোভাব ও গাওয়া কৌশল, যাই হোক না কেন, তাঁর নিজের হৃদয়ের গভীর থেকে গেয়েছেন গানটি। আচ্ছা, তাহলে এখন আমি আপনাদের সঙ্গে ‘তোমার জন্য আমাকে ভালোবাসো’, গানটি শুনি। কেনম? (গান-৫)

বন্ধুরা, গান শুনতে শুনতে বিদায়ের সময় চলে এসেছে। তাহলে আজকের ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানের শেষে আমি নিং হুয়ানইয়ু’র আরেকটি গান আপনাদেরকে শোনাবো। গানের নাম ‘জেলাস’। গানটি ছিল ২০১৭ সালের ২৪ জুলাই তাঁর একক ইপি ‘পঞ্চম সাহেবে’র প্রথম প্রধান গান। আশা করি, আজকের গানগুলো আপনাদের ভালো লেগেছে। (গান-৬)

(প্রেমা/হাশিম)