জাপানি স্কুল ছাত্রকে ছুরিকাঘাতের ঘটনা তদন্ত করছে চীন
2024-09-19 18:09:09

সেপ্টেম্বর ১৯: চীনের সংশ্লিষ্ট বিভাগ শেনচেনে জাপানি স্কুলের ছাত্রের ওপর ছুরিকাঘাতের ঘটনা খতিয়ে দেখছে। গতকাল (বুধবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে একথা বলেছেন।

এদিন সকালে চীনের শেনচেন শহরে জাপানি স্কুলের এক ছাত্র ছুরি হামলায় আহত হয়। আহত ছাত্রকে হাসপাতালে ভর্তি হয়। মুখপাত্র বলেন, ঘটনার পর ওই ছাত্রকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। পাশাপাশি, হামলাকারীকে ঘটনাস্থলেই গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্তে চলছে।

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)