সেপ্টেম্বর ১৯: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেছেন, যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক পরিস্থিতিকে কৌশলগত প্রতিযোগিতার দৃষ্টিকোণ থেকে দেখে, চীন-মার্কিন সম্পর্ককে সংজ্ঞায়িত করে এবং ভুলভাবে চীনকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করে। দেশটিকে ‘চীনা হুমকি তত্ত্ব’ প্রচার করা বন্ধ করার তাগিদ দেয় চীন।
যা অন্য দেশের উপর নিজের আধিপত্যবাদী চিন্তাধারার প্রতিফলন। এটি চীন ও চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের একটি গুরুতর ভুল ধারণা, যা উভয় দেশের মানুষের মৌলিক স্বার্থের সঙ্গে অসঙ্গতিপূর্ণ এবং আন্তর্জাতিক সমাজের সাধারণ প্রত্যাশার সঙ্গেও সঙ্গতিপূর্ণ নয়। লিন চিয়ান বলেন যে, চীন যুক্তরাষ্ট্রকে শীতল যুদ্ধ ও জিরো-সাম মানসিকতা ত্যাগ করা, চীনের হুমকি তত্ত্ব প্রচার বন্ধ করা এবং চীনের কৌশলগত উদ্দেশ্য বিকৃত না করার তাগিদ দেয়।
পারস্পরিক সম্মান, শান্তিপূর্ণ সহাবস্থান ও জয়-জয় সহযোগিতা মেনে চলার জন্য এবং চীন-মার্কিন সম্পর্কের স্থিতিশীল, স্বাস্থ্যকর ও টেকসই উন্নয়নের জন্য চীনের সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
(জিনিয়া/তৌহিদ/ফেই)