বিশ্বের কাছে ১২টি পরমাণু গবেষণার ও স্থাপনা উন্মুক্ত করবে চীন
2024-09-19 10:35:44

সেপ্টেম্বর ১৯: স্থানীয় সময় গত সোমবার বিকেলে ভিয়েনায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) ৬৮তম অধিবেশন চলাকালে চীনের জাতীয় পরমাণু সংস্থার উদ্যোগে ‘উন্মুক্ত সহযোগিতা ও উন্নয়নের অভিন্ন বিনিময়’ শীর্ষক সেমিনার আয়োজিত হয়েছে।

চীনের জাতীয় পরমাণু সংস্থার উপপরিচালক লিউ চিং সেমিনারে বলেছেন, আইএইএ’তে যোগ দেওয়ার ৪০ বছরের পর বিশ্বের বিভিন্ন দেশের কাছে চীনের উন্নত পরমাণু গবেষণার চুল্লিসহ ১২টি স্থাপনা ও পরীক্ষার প্ল্যাটফর্ম উন্মুক্ত করবে বেইজিং। তাতে রয়েছে পরমাণু মৌলিক বৈজ্ঞানিক গবেষণা, পরমাণু কাঁচামাল ও উপাদান বিকিরণ পরীক্ষা, আইসোটোপ উত্পাদন সরঞ্জাম, পরমাণু চুল্লির তাপ জল সংরক্ষণ এবং পারমাণবিক ফিউশন পরীক্ষামূলক গবেষণা ইত্যাদি।

জানা গেছে, বর্তমানে চীনে ৮টি আন্তর্জাতিক আইএইএ’র সহযোগী কেন্দ্র স্থাপন করা হয়েছে এবং ফ্রান্স, রাশিয়া, ইউরোপীয় ইউনিয়নের সাথে পরমাণু বিজ্ঞান প্রযুক্তির গবেষণা ও সহযোগিতার ব্যবস্থা গঠন করা হয়েছে। তাছাড়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, পাকিস্তান, আলজেরিয়া, ঘানা, নাইজেরিয়াসহ বিভিন্ন উন্নয়নশীল দেশের সাথে ধারাবাহিক পরমাণু বিজ্ঞান গবেষণার পরীক্ষাগার ও ব্যবস্থাপনার নির্মাণ করা হয়েছে। চীন বিভিন্ন পক্ষের সাথে উন্মুক্ত, ন্যায্য, বৈষ্যমহীন আন্তর্জাতিক বিজ্ঞান প্রযুক্তির উন্নয়ন পরিবেশ গড়ে তুলতে ইচ্ছুক, যাতে যৌথভাবে পরমাণু বিজ্ঞান গবেষণা, পরীক্ষা ও প্রকল্পের যাচাই করা যায় এবং বিজ্ঞান-প্রযুক্তির বিনিময় ও দক্ষ ব্যক্তিদের প্রশিক্ষণসহ বাস্তব সহযোগিতা করা যায়। যাতে করে সারা বিশ্বে পরমাণু বিজ্ঞান প্রযুক্তির উন্নয়ন আরো সমৃদ্ধ হবে এবং মানবজাতির অভিন্ন কল্যাণে এর আরো বেশি ভুমিকা ও অবদান রাখা যায়।

(সুবর্ণা/হাশিম/রুবি)