আফগান অন্তর্বর্তী সরকারকে নারী ও মেয়েদের মৌলিক অধিকার কার্যকরভাবে রক্ষার আহ্বান জানায় চীন
2024-09-19 18:21:23

সেপ্টেম্বর ১৯: যুক্তরাষ্ট্র সময় গতকাল (বুধবার) জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আফগান সমস্যা বিষয়ক একটি সভা আয়োজন করা হয়। জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি ফু ছং বলেছেন যে, আফগানিস্তানের সম্প্রতি প্রবর্তিত ‘নৈতিকতা আইন’ আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করেছে। আফগান অন্তর্বর্তী সরকারকে আন্তর্জাতিক সমাজের যুক্তিসঙ্গত উদ্বেগের প্রতি মনোযোগ দেওয়া এবং কার্যকরভাবে নারী ও মেয়েদের মৌলিক অধিকার রক্ষায় ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানিয়েছে চীন।

ফু ছং বলেন, আফগানিস্তানে নারীর অধিকার ‘শূন্যের মধ্যে’, যা উপলব্ধি করা যায় না। চীন আশা করে, আন্তর্জাতিক সমাজ আফগান পরিস্থিতিকে সার্বিক ও বস্তুনিষ্ঠভাবে দেখবে, আফগানিস্তানের শান্তিপূর্ণ পুনর্গঠন ও অর্থনৈতিক পুনরুদ্ধারে সমর্থন করবে এবং আফগানিস্তানকে অস্থিতিশীলতা ও অনুন্নয়নের মূল কারণগুলি দূর করতে সাহায্য করবে। যাতে নারীসহ সব মানুষের অধিকার ও স্বার্থ রক্ষায় অনুকূল পরিস্থিতি সৃষ্টি করা যায়। 

তিনি আরও বলেন, আফগানিস্তানের বিদেশি সম্পদগুলি আফগান জনগণের জন্য ‘জীবন রক্ষাকারী অর্থ।’ যুক্তরাষ্ট্রের উচিত তা নিঃশর্তভাবে ছেড়ে দেওয়া এবং আফগান কর্তৃপক্ষকে সম্পূর্ণ অর্থ ফিরিয়ে দেওয়া।

(জিনিয়া/তৌহিদ/ফেই)