ইয়ো জাংচিং
2024-09-18 15:49:33

ইয়ো জাংচিং বা অজোরা চিন ১৯৯৪ সালের ১৯ সেপ্টেম্বরে মালয়েশিয়ার জোহর রাজ্যে জন্মগ্রহণ করেন। চীনের মূল-ভূখণ্ডের ফুচিয়ান প্রদেশ তাঁর পূর্বপুরুষদের জন্মস্থান। তিনি নানচিং ইউনিভার্সিটি অফ আর্টসের স্নাতক। তিনি একজন গায়ক, প্রযোজক এবং সাবেক বয় ব্যান্ড নাইন পার্সেন্টের সদস্য।

 

২০১৮ সালে অজোরা একটি ছেলেদের দল গঠনের রিয়েলিটি শো’তে অংশ নিয়ে নবম স্থান পেয়ে আইডল বয় গ্রুপ নাইন পার্সেন্টে যোগ দেন। তখন থেকে তিনি আনুষ্ঠানিকবাবে শোবিজ জগতে পা রাখেন। একই বছরের ২০ নভেম্বর গ্রুপের সাথে প্রথম অ্যালবাম ‘টু দ্য নাইনস’ প্রকাশ করেন। এ ছাড়া তিনি বেশ কয়েকটি একক গানও প্রকাশ করেন।

বন্ধুরা, শুনছিলেন অজোরার গান ‘গতকালের স্ফটিকস্বচ্ছ আকাশ’। আসলে এটি ছিল একই নামে চলচ্চিত্রের থিমসং। গানটি ২০১৮ সালের ২২ জুলাই একক গান রূপে প্রকাশিত হয়। ২০১৯ সালের ৬ অক্টোবর বয় ব্যান্ড নাইন পার্সেন্ট আনুষ্ঠানিকভাবে ভেঙ্গে যায়। পরবর্তী বছরের অক্টোবরে অজোরা তাঁর প্রথম একক অ্যালবাম প্রকাশ করেন। অ্যালবামের নাম ‘অজোরাল্যান্ড’। তিনি গানের কথা, সংগীত ও অ্যালবাম তৈরীতে অংশ নেন। নভেম্বরে তিনি চীনের রাজধানী বেইজিংয়ে একক সংগীতানুষ্ঠানের আয়োজন করেন। আচ্ছা বন্ধুরা, এখন আমি অজোরার প্রথম অ্যালবাম থেকে দু’টো গান বেছে আপনাদেরকে শোনাব, কেমন? গানের নাম ‘যে প্রাপ্তবয়স্ক তুমি হতে চাও’ এবং ‘অযৌক্তিক’। 

 

২০২৩ সালের ৩১ মার্চ  অজোরা ‘বেঈমান প্রেমিক’ নামে ডিজিটাইল ইপি প্রকাশ করেন। তাঁর এবারের সৃষ্টি ভালোবাসার সংজ্ঞার উপর ভিত্তি করে রোমান্টিক স্প্ল্যাশ, যা একাধারে  রোমান্টিক ও প্রেমের ব্যাখ্যা। বিশেষ করে, ‘ট্রেনে করে আতশবাজি পোড়াবে’ গানটিতে তিনি তুলনামূলকভাবে সাহিত্য সংগীত ফর্ম ব্যবহার করেন। আচ্ছা বন্ধুরা, তাহলে এখনই আমি  ‘ট্রেনে করে আতশবাজি পোড়াবে’ গানটি আপনাদেরকে শোনাচ্ছি, কেমন? 

“ভালোবাসা আর পছন্দের মধ্যে পার্থক্য। অস্পষ্টভাবে মনে করি কিছু আছে। কিন্তু আবার মনে হয় কোন পার্থক্য নেই। ওহ, আমি মনে করি কোন পার্থক্য নেই। শুধু সমুদ্রের বাতাস একটু মিষ্টি। ফুটন্ত পানি একটু নোনতা। হায় খোদা, প্রতিটি দৃশ্যে তোমার সাথে থাকতে চাই। তোমার সাথে সৈকতে বোকা হয়ে বসে আছি। মেঘের উপরে মোটরসাইকেল। মুচকি হেসে ঘুরে বুঝলাম

বাতাসের সাথে আড্ডা দিচ্ছি। একটু অলস থাকার জন্য বাতাস আমাকে দেখে হাসে। আরে, আমি সত্যিই ব্যস্ত না। মানুষ ব্যস্ততায় আছে। আমি বাতাসের দিকে বিদ্যুৎ উৎপন্ন করি। এটি শহরের পাতাল রেল। জাগো, এটা সৈকত নয়। রিবার ও বৈদ্যুতিক তার মাধ্যমে অতিক্রম করে, তোমার দৃষ্টি খুঁজে পাচ্ছি না।” বন্ধুরা, কথাগুলো অজোরার ‘ভালোবাসা আর পছন্দের মধ্যে পার্থক্য’ গানের। ২০২২ সালের ২১ ফেব্রুয়ারিতে তিনি মেয়ে গ্রুপ ‘জমিদারের বিড়ালে’র সাথে সহযোগিতা করে, চলচ্চিত্র ‘শুধু বোকারা ভিড় করে’র জন্য থিমসং গান। 

 

প্রিয় শ্রোতা-বন্ধুরা, গান শুনতে শুনতে আমরা আজকের ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। তবে, অনুষ্ঠানের শেষে আমি আপনাদেরকে অজোরার আরেকটি গান শোনাব। গানের নাম ‘আমি তোমাকে সবসময় মনে রাখব’। 

(প্রেমা/হাশিম)