বাংলাদেশে এই প্রথম অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘গানে-গানে চীন’চীনা সংগীত চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা!
চীন ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বর্ষ উপলক্ষ্যে বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘গানে-গানে চীন’ চীনা সংগীত চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা!
আপনি কি পেশাদার গায়ক বা অপেশাদার শিল্পী? আপনি কি চীনা গান ভালোবাসেন? তাহলে এই প্রতিযোগিতা আপনারই জন্য! আপনিই পারবেন গানের মাধ্যমে দু’দেশের সাংস্কৃতিক সেতু রচনা করতে!
প্রতিযোগিতার বিষয়বস্তু: “চীন-বাংলাদেশ মৈত্রী এগিয়ে নিন, গানে গানে আঁকুন সুন্দর চীন"
বাংলাদেশি নাগরিক, বাংলাদেশে অবস্থানরত অন্য দেশের নাগরিক এবং বাংলাদেশস্থ চীনা নাগরিক এতে অংশগ্রহণ করতে পারবেন।
নিবন্ধন ও অংশগ্রহণের জন্য এখুনি যোগাযোগ করুন!
(বিস্তারিত ছবিতে/পোস্টারে)