মধ্য-শরৎ উৎসবে চীনে যাত্রীসংখ্যা ৬২.৯ কোটি ছাড়িয়েছে
2024-09-18 20:30:08


সেপ্টেম্বর ১৮: চীনের পরিবহন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবারের মধ্য-শরৎ উৎসবে (১৫-১৭ সেপ্টেম্বর) দেশে মোট ৬২ কোটি ৯৫ লাখ ৬৪ হাজার যাত্রী যাতায়াত করেছেন। গড়ে প্রতিদিন যাতায়াত করেছেন ২০ কোটি ৯৮ লাখ ৫৪ হাজার মানুষ। যা ২০২৩ সালের একই সময়ের তুলনায় প্রতিদিন গড়ে ৩১.১ শতাংশ বেড়েছে।


এর মধ্যে, ট্রেনে যাতায়াত করেছেন ৪ কোটি ২৫ লাখ ৭৩ হাজার মানুষ। অর্থাৎ, গড়ে প্রতিদিন ১ কোটি ৪১ লাখ ৯১ হাজার মানুষ যাতায়াত করেছেন। যা ২০২৩ সালের একই সময়ের তুলনায় প্রতিদিন গড়ে ৩১ শতাংশ বেড়েছে।


সড়কপথে যাত্রীসংখ্যা ৫৭ কোটি ৯৯ লাখ ৪০ হাজার।  প্রতিদিন গড়ে ১৯ কোটি ৩৩ লাখ ১৩ হাজার যাতায়াত করেছেন; যা ২০২৩ সালের তুলনায় প্রতিদিন গড়ে ৩১.৭ শতাংশ বেশি।


নৌ-পথে যাত্রীসংখ্যা ১৯ লাখ ৮১ হাজার। অন্যদিকে, বিমানযাত্রী হয়েছে ৫০ লাখ ৬৯ হাজার।

(আকাশ/তৌহিদ/ফেইফেই)