‘পরিষেবা বাণিজ্যমেলা’ চীনের পরিষেবা শিল্প ও বাণিজ্যের উচ্চ-মানের উন্নয়নের একটি প্রাণবন্ত চিত্র
2024-09-18 18:34:20

সেপ্টেম্বর ১৮: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান আজ (বুধবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেছেন, ২০১২ সালে চীন আন্তর্জাতিক পরিষেবা বাণিজ্যমেলা প্রতিষ্ঠিত হওয়ার পর ১২ বছর পার হয়েছে। এই ১২ বছরে, পরিষেবা বাণিজ্যমেলায় ১৯৭টি দেশ এবং অঞ্চল থেকে নয় লাখের বেশি প্রদর্শক এসেছে। একই সময়, চীনের পরিষেবা বাণিজ্যের গড় বার্ষিক বৃদ্ধির হার ৬.২ শতাংশে পৌঁছেছে, যা বিশ্বব্যাপী গড় মানের চেয়ে বেশি। 

মুখপাত্র বলেন, প্রেসিডেন্ট সি চিন পিং তাঁর অভিনন্দন পত্রে উল্লেখ করেছেন, পরিষেবা বাণিজ্যমেলা চীনের পরিষেবা শিল্প এবং পরিষেবা বাণিজ্যের উচ্চ-মানের উন্নয়নের একটি উজ্জ্বল প্রতিফলন এবং একটি উন্মুক্ত বিশ্ব অর্থনীতি গঠনে ইতিবাচক অবদান রেখেছে।

(জিনিয়া/তৌহিদ/ফেই)