আইএইএ’র ৬৮তম সাধারণ সম্মেলনে চীনা প্রতিনিধিদলের যোগদান
2024-09-18 15:25:59


সেপ্টেম্বর ১৮: অস্ট্রিয়ার ভিয়েনায় গত ১৬ সেপ্টেম্বর আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) ৬৮তম সাধারণ সম্মেলন অনুষ্ঠিত হয়। চীনের পরমাণু শক্তি সংস্থার উপপরিচালক লিউ চিং’র নেতৃত্বে একটি প্রতিনিধি দল এ সম্মেলনে যোগ দেন এবং সাধারণ বিতর্কে বক্তব্য রাখেন।

এই বছর হলো আইএইএ’তে চীনের যোগদানের ৪০তম বার্ষিকী। বক্তৃতায় লি চিং বলেন, চীনের উন্নয়নকে বিশ্ব থেকে আলাদা করা যায় না এবং বিশ্বের সমৃদ্ধির জন্যও চীনের প্রয়োজন। চীন বাস্তব পদক্ষেপের সাথে আইএইএ’র বিশ্বব্যাপী পারমাণবিক সহযোগিতায় কেন্দ্রীয় ভূমিকা পালনকে সমর্থন করে। বৈশ্বিক টেকসই উন্নয়নের সুযোগ ও চ্যালেঞ্জের মুখে চীন তিনটি দিকে শান্তি ও উন্নয়নের জন্য পরমাণু শক্তির ব্যবহারে আরও বেশি অবদান রাখতে সংস্থা এবং সদস্য রাষ্ট্রগুলোর সাথে কাজ করতে ইচ্ছুক। প্রথমটি হলো, পারমাণবিক নিরাপত্তার সহ-নির্মাণ, সহ-ব্যবস্থাপনা এবং ভাগাভাগি করে নেওয়া।  দ্বিতীয়টি হলো, পারমাণবিক শক্তি প্রযুক্তির সহযোগিতামূলক উদ্ভাবন এবং সুশৃঙ্খলভাবে সম্প্রসারণ করা। তৃতীয়ত, সকলের কল্যাণে পরমাণু শক্তি উন্নয়ন এবং সম্পদ বিনিয়োগ বৃদ্ধি করা।

লিউ চিং বলেন, এখন পর্যন্ত চীনের মূল ভূখণ্ডে ৫৬টি পারমাণবিক বিদ্যুত্ ইউনিট চালু রয়েছে এবং ৪৬টি পারমাণবিক বিদ্যুত্ ইউনিট অনুমোদিত এবং নির্মাণাধীন রয়েছে, যা বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং শক্তির সবুজায়ন এবং কম-কার্বন রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

(রুবি/হাশিম/সুবর্ণা)