মধ্য-শরৎ উৎসবে চীনে মোট ২.৭ বিলিয়ন এক্সপ্রেস পার্সেল গ্রহণ ও বিতরণ করা হয়েছে
2024-09-18 18:12:19

সেপ্টেম্বর ১৮: চীনের পোস্ট ব্যুরো সূত্রে জানা গেছে, এ বছরের মধ্য-শরৎ উৎসব (সেপ্টেম্বর ১৫-১৭), জাতীয় পোস্টাল এক্সপ্রেস শিল্প ১.৩ বিলিয়ন এক্সপ্রেস পার্সেল পেয়েছে; যা গত বছরের মধ্য-শরৎ উৎসবের তুলনায় ৩৫.৪ শতাংশ বেশি। এসময় ১.৪ বিলিয়ন এক্সপ্রেস পার্সেল বিতরণ করেছে, যা বছরে ৪৫.৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

 

মধ্য-শরৎ উৎসবের সময় সারা দেশ থেকে বিশেষ মুনকেক বিক্রির সূচনা হয়েছিল। এক্সপ্রেস ডেলিভারি কোম্পানিগুলো সক্রিয়ভাবে মুনকেক পরিবহনের সময় কমিয়েছে এবং ব্যাচ শিপমেন্ট, মজুদ ও গুদামজাতকরণ, অবিরাম ঠান্ডা তাপমাত্রায় পরিবহন এবং সম্পূর্ণ যানবাহনের সরাসরি চালনার মাধ্যমে পিক আওয়ারে পণ্য চালানের চাহিদা নিশ্চিত করেছে।

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)