সেপ্টেম্বর ১৮: চীনে ২০২৪ সালের মধ্য শরৎ উত্সব ছুটি চলাকালে বেইজিংয়ের পণ্যভোগ বাজারের বৃদ্ধি স্থিতিশীল ছিল।
সংশ্লিষ্ট পরিসংখ্যানে দেখা গেছে, পুরো শহরের ৬০টি গুরুত্বপূর্ণ ব্যবসা এলাকার ক্রেতা-দর্শনার্থীর চাপ ২.২৩১২ কোটি এবং গত বছরের একই সময়ের চেয়ে ২১.১ শতাংশ বেশি।
গুরুত্বপূর্ণ বিপনী কেন্দ্র, সুপারমার্কেট, রেস্তোঁরা ও ই-কর্মাসসহ বিভিন্ন ব্যবসায় এন্টারপ্রাইজের বিক্রয় পরিমাণ ছিল ৪৬৭ কোটি ইউয়ান, যা গত বছরের একই সময়ের তুলনায় ৪.৪ শতাংশ বেশি।
উত্সব চলাকালে গ্রীষ্মকালীন প্রাসাদ ও সিয়াংশান পার্ক প্রভৃতি এলাকায় বেশ কিছু কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এটি উত্সবে পণ্যভোগের অভিজ্ঞতাকে উন্নীত করে। সংশ্লিষ্ট পরিসংখ্যান অনুযায়ী, বাইরে থেকে আসা ভোক্তা সংখ্যা ও ভোগের পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় যথাক্রমে ২০.২ ও ২.২ শতাংশ বেড়েছে।
(প্রেমা/হাশিম/ছাই)