সেপ্টেম্বর ১৮: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান আজ (বুধবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেছেন, চীনের তাইওয়ান অঞ্চলে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি এক-চীন নীতিকে গুরুতরভাবে লঙ্ঘন করেছে, চীনের সার্বভৌমত্ব ও নিরাপত্তা স্বার্থকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করেছে, চীন-মার্কিন সম্পর্ক এবং তাইওয়ান প্রণালী জুড়ে শান্তি ও স্থিতিশীলতাকে আঘাত করেছে এবং ‘তাইওয়ানের স্বাধীনতা’ বিচ্ছিন্নতাবাদী শক্তিকে একটি ভুল সংকেত দিয়েছে। চীন দৃঢ়ভাবে এর নিন্দা করে এবং দৃঢ় বিরোধিতা করে। পাশাপাশি, যুক্তরাষ্ট্রকে কঠোর মনোভাব জানায় চীন।
মুখপাত্র বলেন, চীন দৃঢ়ভাবে পাল্টা ব্যবস্থা নিয়েছে এবং নয়টি মার্কিন সামরিক শিল্প কোম্পানির উপর নিষেধাজ্ঞা আরোপ করার ঘোষণা করেছে।
চীনা মুখপাত্র আরও বলেন, তাইওয়ান ইস্যু হল চীনের মূল স্বার্থের প্রধান এবং চীন-মার্কিন সম্পর্কের প্রথম অনতিক্রম্য সীমারেখা। "তাইওয়ানের স্বাধীনতার" বিরোধিতা এবং সার্বভৌমত্ব ও ভূভাগের অখণ্ডতা রক্ষা করার জন্য চীনের দৃঢ় ইচ্ছাশক্তি এবং শক্তিশালী ক্ষমতাকে কারোরই অবমূল্যায়ন করা উচিত নয়। (জিনিয়া/তৌহিদ/ফেই)