আইএইএ’র ৬৮তম সাধারণ সম্মেলনে লি ছিয়াংয়ের অভিনন্দন বার্তা
2024-09-18 15:26:38


সেপ্টেম্বর ১৮: চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং গতকাল (মঙ্গলবার) আন্তর্জাতিক পরমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) ৬৮তম সাধারণ সম্মেলনে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন।

অভিনন্দন বার্তায় লি ছিয়াং প্রথমে চীন সরকারের পক্ষ থেকে সম্মেলন আয়োজনের জন্য অভিনন্দন জানান। তিনি উল্লেখ করেন যে, পারমাণবিক শক্তি একটি গুরুত্বপূর্ণ পরিচ্ছন্ন শক্তির উত্স। প্রেসিডেন্ট সি চিন পিং একটি ন্যায্য, সহযোগিতামূলক এবং জয়-জয় ভিত্তিক আন্তর্জাতিক পারমাণবিক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার প্রস্তাব করেছেন। আইএইএ’তে যোগদানের ৪০ বছরে চীন বরাবরই বাস্তব কার্যক্রমের মাধ্যমে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার কাজকে সমর্থন করে আসছে। উভয়পক্ষই পারমাণবিক শক্তির উন্নয়ন ও ব্যবহার, পারমাণবিক নিরাপত্তা ও সুরক্ষা, তত্ত্বাবধান এবং পরমাণু অস্ত্রের বিস্তার রোধসহ নানা  ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা প্রতিষ্ঠা করেছে, যা ফলপ্রসূ হয়েছে এবং বিশ্বব্যাপী পারমাণবিক শক্তি ব্যবস্থাপনা এবং উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

লি ছিয়াং আরও বলেন, আইএইএ এবং অন্যান্য সদস্য রাষ্ট্রগুলোর সাথে যৌথভাবে বৈশ্বিক পারমাণবিক শক্তির ব্যবস্থাপনাকে আরও ন্যায্য ও যুক্তিসঙ্গত করবে।

(রুবি/হাশিম/সুবর্ণা)