চীন সফর করবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম
2024-09-18 18:36:34

সেপ্টেম্বর ১৮: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ১৯ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত চীনে রাষ্ট্রীয় সফর করবেন। এ বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান আজ (বুধবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেছেন, চীন ও মালয়েশিয়ার একটি দীর্ঘস্থায়ী ঐতিহ্যবাহী বন্ধুত্ব রয়েছে এবং জয়-জয় ফলাফলের জন্য একে-অপরকে সহযোগিতা করছে। গত বছরের মার্চ মাসে, প্রেসিডেন্ট সি চিন পিং এবং প্রধানমন্ত্রী আনোয়ার নতুন যুগে চীন-মালয়েশিয়া সম্পর্ক উন্নয়নের পথ নির্ধারণ করেছেন, চীন ও মালয়েশিয়ার জন্য অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তোলার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে পৌঁছেছেন। জুন মাসে প্রধানমন্ত্রী লি ছিয়াং সুষ্ঠুভাবে মালয়েশিয়া সফর করেন এবং চীন-মালয়েশিয়া সম্পর্ক উন্নয়নে নতুন প্রেরণা যোগান।

মুখপাত্র বলেন, ইব্রাহিমের এই সফরের দায়িত্ব নেওয়ার পর আসিয়ানের বাইরের কোনো দেশে এটাই তার প্রথম সফর। প্রেসিডেন্ট সি চিন পিং আনোয়ার ইব্রাহিমের জন্য স্বাগত অনুষ্ঠান ও স্বাগত ভোজ দেবেন এবং দুই রাষ্ট্রপ্রধান আলোচনা করবেন।  প্রধানমন্ত্রী লি ছিয়াং ইব্রাহিমের সঙ্গে বৈঠক করবেন। চীন মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ককে একটি সুযোগ হিসাবে গ্রহণ করে এ সফরকে উন্নয়ন কৌশলের অবস্থা আরও গভীর করা, পারস্পরিক কল্যাণকর সহযোগিতা প্রসারিত করা এবং নতুন ফলাফল অর্জনের জন্য চীন ও মালয়েশিয়ার জন্য একটি অভিন্ন কল্যাণের সমাজ নির্মাণের কাজ করতে চায়।

(জিনিয়া/তৌহিদ/ফেই)