জাপানে মধ্যম ও স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েনের মার্কিন পরিকল্পনার বিরোধিতা করে চীন
2024-09-18 20:24:03


সেপ্টেম্বর ১৮: বুধবার বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান বলেন, জাপানে মধ্যম ও স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েনের পরিকল্পনা বাতিল করতে যুক্তরাষ্ট্রকে তাগিদ দেয় চীন। 


তিনি জানান, সাম্প্রতিক বছরগুলোতে, নিরঙ্কুশ সামরিক আধিপত্য সৃষ্টি করার জন্য এশিয়া ও প্রশান্ত মহাসাগর অঞ্চলে যুক্তরাষ্ট্র মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা-সহ অন্যান্য সামরিক শক্তি মোতায়েন করছে। যা অস্ত্র প্রতিযোগিতা ও আঞ্চলিক পরিস্থিতি আরও উত্তেজনার দিকে ঠেলে দিচ্ছে। পাশাপাশি, তা আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করেছে এবং বিশ্বের কৌশলগত ভারসাম্য ও স্থিতিশীলতা নষ্ট করছে। চীন বহুবার এর বিরোধিতা করেছে। 


তিনি জানান, চীন সংশ্লিষ্ট বিষয়ে গভীর নজর রাখছে এবং দৃঢ়ভাবে নিজের নিরাপত্তা স্বার্থ রক্ষা করবে।


(আকাশ/তৌহিদ/ফেইফেই)