সেপ্টেম্বর ১৫, সিএমজি বাংলা ডেস্ক: চীনে এই বছরের মধ্য-শরৎ উৎসবের ছুটিতে আন্তঃসীমান্ত যাত্রী পারাপার হয়েছে ৫ দশমিক ২৬ মিলিয়ন বার।জাতীয় অভিবাসন প্রশাসন এ তথ্য জানিয়েছে।
প্রশাসনের মতে, এই ছুটিতে দৈনিক গড়ে ভ্রমণ করেছে ১ দশমিক ৭৫ মিলিয়ন, যা গেল বছরের একই সময়ের তুলনায় ১৮ দশমিক ৬ শতাংশ বেশি।
বড় আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী প্রবাহের পাশাপাশি হংকং ও ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলেও উল্লেখযোগ্যভাবে বাড়বে বিদেশি পর্যটক।
মধ্য-শরৎ উৎসব চীনের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী ছুটি। চীনা চান্দ্র পঞ্জিকার অষ্টম মাসের ১৫তম দিনে এটি পালিত হয়। এ বছর উৎসব পালিত হবে ১৭ সেপ্টেম্বর।
নাহার/শান্তা