চাঁদের হাই রেজুলেশন এক্স-রে ছবি তুলল চীনা টেলিস্কোপ
2024-09-18 17:02:49

সেপ্টেম্বর ১৮, সিএমজি বাংলা ডেস্ক: চীনের স্পেস টেলিস্কোপ আইনস্টাইন প্রোব বা ইপি মঙ্গলবার কক্ষপথ চাঁদের একটি উচ্চমানের এক্স-রে ছবি তুলেছে।

মঙ্গলবার চীনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী ছুটি মধ্যশরতের দিন চাঁদের এক্স-রে ছবিটি সবার মাঝে এনে দেয় এক অনন্য উৎসবের আমেজ।

ইপি স্যাটেলাইটে থাকা ফেংসিয়ানথিয়ান এক্স-রে টেলিস্কোপ (এফএক্সটি) দিয়ে ছবিগুলো তোলা হয়েছে।

এর আগে শুধু জার্মান রন্টজেন স্যাটেলাইট (রোস্যাট) ও নাসার চন্দ্র এক্স-রে অবজারভেটরি চাঁদের এমন ছবি তুলেছিল।

এখন চালু থাকা অন্যান্য এক্স-রে স্যাটেলাইটের চেয়ে চীনের এফএক্সটি’র ভিউ ফিল্ড আরও বড়। এটি সুপারমুন ক্যাপচার করতে পারে। উপরন্তু, এর উচ্চতর এক্স-রে এনার্জি রেজোলিউশনের কারণে এটি অক্সিজেন, আয়রন, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম এবং সিলিকনের মতো চন্দ্র পৃষ্ঠের উপাদানগুলোর বিন্যাসের ছবি দিতে পারে।

এই স্যাটেলাইটে যুক্ত প্রধান বিজ্ঞানী ইউয়ান ওয়েইমিন জানালেন, ইপি স্যাটেলাইটের আছে অনেক বড় পরিসরের শনাক্তকরণ ক্ষমতা। এর ব্যবহারিক সম্ভাবনাও বিশাল।

এ বছরের জানুয়ারিতে উৎক্ষেপিত স্যাটেলাইটটি প্রাথমিকভাবে উচ্চ-শক্তি বিশিষ্ট পরিবর্তনশীল উপকরণ ও এক্স-রে ব্যান্ডে পরিবর্তনশীল বস্তুগুলো পর্যবেক্ষণ করতে নির্মাণ করা হয়েছে।

ফয়সল/শান্তা