ভিয়েতনাম-চীন সম্পর্ককে শীর্ষ অগ্রাধিকার দেয় ভিয়েতনাম: প্রেসিডেন্ট তো লাম
2024-09-18 20:12:21


সেপ্টেম্বর ১৮: ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও দেশটির প্রেসিডেন্ট তো লাম গত ১৭ সেপ্টেম্বর হ্যানয়তে ফের জানান, চীনের সঙ্গে সম্পর্ককে শীর্ষ অগ্রাধিকার দেয় ভিয়েতনাম।


তিনি এ দিন নবনিযুক্ত চীনা রাষ্ট্রদূত হ্য ওয়েইর সঙ্গে বৈঠকের সময় বলেন, বর্তমানে দু’দেশের সম্পর্ক একটি নতুন উচ্চতায় উঠেছে। আগামী বছর দু’দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী উপলক্ষ্যে দু’পক্ষের উচিত অভিন্ন কল্যাণের সমাজ নির্মাণে গুরুত্ব দেওয়া এবং সুষ্ঠুভাবে দু’পক্ষের সার্বিক ও উচ্চ মানের কৌশলগত সহযোগিতার পরিকল্পনা করা। যাতে, দু’দেশের কল্যাণ হয়। 


চীনা রাষ্ট্রদূত জানান, ভিয়েতনামের সঙ্গে একযোগে ‘দু’দেশের অভিন্ন কল্যাণের সমাজ’ নির্মাণ করা এবং দু’দেশের বন্ধুত্ব মজবুত করতে চায় চীন।

(আকাশ/তৌহিদ/ফেইফেই)