ওজোন স্তর সুরক্ষায় নতুন পরিকল্পনা চীনের
2024-09-17 18:06:42

সেপ্টেম্বর ১৭, সিএমজি বাংলা ডেস্ক: নতুন পরিকল্পনা ও শিক্ষামূলক উদ্যোগের মাধ্যমে ওজোন স্তর সুরক্ষাকে এগিয়ে নিতে সক্ষম হয়েছে চীন। সোমবার ওজোন স্তর সংরক্ষণের জন্য আন্তর্জাতিক দিবস উপলক্ষে এমনটা জানিয়েছে চীনের সরকারি সূত্র।

ইতোমধ্যে ‘চায়না ইমপ্লিমেন্টেশন প্ল্যান ফর দ্য মন্ট্রিল প্রোটোকল (২০২৪-২০৩০)’ শীর্ষক একটি পরিকল্পনা শিগগিরই প্রকাশের জন্য চীনের বাস্তুবিদ্যা ও পরিবেশ মন্ত্রণালয় চূড়ান্ত করছে।

পরিকল্পনাটি ওজোন স্তরের জন্য ক্ষতিকর হাইড্রোফ্লুরোকার্বন-এর জীবনচক্র ব্যবস্থাপনার উন্নতির ওপর ফোকাস করে তৈরি করা হয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, বিশ্বের বৃহত্তম উন্নয়নশীল দেশ হিসেবে, চীন মন্ট্রিল প্রোটোকল অনুযায়ী ৬ লাখ ২৮ হাজার টন ওজোন-ক্ষয়কারী পদার্থ নির্মূল করেছে, যা উন্নয়নশীল দেশগুলোর সম্মিলিত অবদানের অর্ধেকেরও বেশি।

১৯৯১ সালে মন্ট্রিল প্রোটোকলে যোগদানের পর থেকে, চীন ওজোন স্তর ক্ষয়কারী পাঁচটি প্রধান বস্তু উল্লেখযোগ্য হারে নির্মূল করেছে। এ তালিকায় আছে—ক্লোরোফ্লুরোকার্বন (সিএফসি), হ্যালন, কার্বন টেট্রাক্লোরাইড, মিথাইল ক্লোরোফর্ম ও মিথাইল ব্রোমাইড।

১৯৯১ থেকে ২০২০ সাল পর্যন্ত, চীনের প্রচেষ্টা প্রায় ২৬ বিলিয়ন টন কার্বন ডাই অক্সাইড নির্গমণ রোধ করেছে।

ফয়সল/শান্তা