জাতিসংঘের রেজুলেশন মেনে চলতে ইসরায়েলের ওপর চাপ প্রয়োগের জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানালো চীন
2024-09-17 18:10:00

সেপ্টেম্বর ১৭, সিএমজি বাংলা ডেস্ক: ফিলিস্তিন-ইসরায়েল ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে আরও কার্যকরভাবে কাজ করতে বাধা দেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছেন জাতিসংঘে চীনের উপস্থায়ী প্রতিনিধি কেং শুয়াং। সেইসঙ্গে ইসরায়েল যেন নিরাপত্তা পরিষদের রেজুলেশন মেনে চলে তা নিশ্চিত করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে দৃঢ় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

ফিলিস্তিন প্রসঙ্গসহ মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে সোমবার নিরাপত্তা পরিষদের বৈঠকে কেং শুয়াং বলেন, , নিরাপত্তা পরিষদের চারটি প্রস্তাব গৃহীত হওয়া সত্ত্বেও, আন্তর্জাতিক বিচার আদালতের অস্থায়ী ব্যবস্থা এবং জাতিসংঘের মতো মানবিক সংস্থার উল্লেখযোগ্য প্রচেষ্টা সত্ত্বেও, মানবিক আন্তর্জাতিক আইন, বিশেষ করে আন্তর্জাতিক মানবিক আইনের চলমান লঙ্ঘনের সাথে গাজার পরিস্থিতি ক্রমাগত খারাপ হচ্ছে।

তিনি বলেন, "চীন আবারও ইসরায়েলকে মানবজীবনকে অগ্রাধিকার দেওয়ার এবং আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে তার বাধ্যবাধকতা পূরণের আহ্বান জানিয়েছে। ইসরায়েলকে অবিলম্বে অবরোধ তুলে নিতে হবে, সমস্ত সীমান্ত ক্রসিং খুলতে হবে, মানবিক সহায়তা প্রবেশের উপর বিধিনিষেধ অপসারণ করতে হবে, জাতিসংঘ এবং অন্যান্য মানবিক সংস্থাগুলোর উপর আক্রমণ বন্ধ করতে হবে।’

কেং বলেন, "যুক্তরাষ্ট্রের বারবার বাধা না দিলে, নিরাপত্তা পরিষদ সংঘাতের শুরুতেই একটি যুদ্ধবিরতি প্রস্তাব পাস করতে পারত। এবং মার্কিন সুরক্ষা না থাকলে, একাধিক রেজুলেশন এতটা নির্লজ্জভাবে উপেক্ষা করা হত না। আমরা মার্কিন যুক্তরাষ্ট্রকে আহ্বান জানাই। দায়বদ্ধতা গ্রহণ করুন, জড়িত পক্ষগুলির উপর এর প্রভাবকে কাজে লাগান এবং নিরাপত্তা পরিষদের রেজুলেশন মেনে চলার জন্য ইসরায়েলকে চাপ দিতে, তার সামরিক অভিযান বন্ধ করতে এবং ফিলিস্তিনি জনগণকে তাদের দুর্ভোগের মধ্যে কিছু আশা দেওয়ার জন্য দৃঢ় পদক্ষেপ গ্রহণ করুন।”

সোমবার গাজা-ভিত্তিক স্বাস্থ্য কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি হামলায় ফিলিস্তিনি মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ হাজার ২২৬ জনে।

শান্তা/ফয়সল