ইলেকট্রনিক যুদ্ধ প্রশিক্ষণে চীনের যুদ্ধ জাহাজ
2024-09-17 18:09:06

সেপ্টেম্বর ১৭, সিএমজি বাংলা ডেস্ক: চীনের নৌবাহিনীর একটি শক্তিশালী যুদ্ধ জাহাজ দেশটির তাইওয়ান দ্বীপের পূর্ব দিকের জলসীমায় ক্যারিয়ার-ভিত্তিক বিমানের সঙ্গে সমন্বয় করে ইলেকট্রনিক যুদ্ধ প্রশিক্ষণ পরিচালনা করেছে।

এই প্রশিক্ষণের মূল লক্ষ্য হলো ইলেক্ট্রোম্যাগনেটিক যোগাযোগ ব্যবস্থা ব্যাহত করা। ইলেকট্রনিক যুদ্ধ হলো যুদ্ধের একটি আধুনিক রূপ, যেখানে ইলেকট্রনিক সরঞ্জাম ব্যবহার করে প্রতিপক্ষের যোগাযোগ ব্যবস্থা, রাডার সিস্টেম, এবং অন্যান্য ইলেকট্রনিক সরঞ্জামকে জাম করে ফেলা হয় বা নষ্ট করে দেওয়া হয়।

চীনের নৌবাহিনীর এই যুদ্ধ জাহাজটির নাম ‘ইয়ানআন’। প্রশিক্ষণে ডেস্ট্রয়ারটি ক্যারিয়ার-ভিত্তিক বিমানের সঙ্গে সমন্বয় করে প্রতীকী শত্রুর মোকাবেলা করে।

যুদ্ধ জাহাজের উপ-কমান্ডার ওয়াং লিয়াং বলেন, আমরা ডেস্ট্রয়ার ইয়ান'আনে চড়ে যুদ্ধ মিশন পরিচালনা করি। প্রশিক্ষণে আমরা বিমান প্রতিরক্ষা, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা, অ্যান্টি-সাবমেরিন যুদ্ধ এবং ইলেকট্রনিক যুদ্ধ অনুশীলন করেছি। দৃশ্যমান এবং অদৃশ্য উভয় যুদ্ধেই আমরা সামনের সারিতে ছিলাম।

এ ধরনের প্রশিক্ষণের ফলে চীনের নৌবাহিনীর জাহাজগুলোন সক্ষমতা বৃদ্ধি, পাশাপাশি নৌবাহিনীর যুদ্ধক্ষমতাও নতুন উচ্চতায় পৌঁছেছে।

শুভ/ফয়সল