সেপ্টেম্বর ১৭, সিএমজি বাংলা ডেস্ক: আজ মঙ্গলবার চীন জুড়ে চলছে মধ্যশরৎ উৎসব উদযাপন।
চীনের শহর এবং গ্রামগুলো আজ উজ্জ্বল আলো, লণ্ঠন শো এবং বিভিন্ন আলোকসজ্জায় উদ্ভাসিত। সেইসঙ্গে চলছে মুনকেক খাওয়া। ঐতিহ্যবাহী লোকজ সংস্কৃতির রীতি রেওয়াজের মাধ্যমে উৎসব উদযাপন চলছে।
মিড-অটাম ফেস্টিভ্যাল বা মধ্যশরৎ উৎসব চীনা লোকসংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব। এটি চীনা চান্দ্র ক্যালেন্ডারে অষ্টম মাসের ১৫তম দিনে পড়ে। হাজার হাজার বছর ধরে এই উৎসব পালন করছে চীনারা। চাঁদ এবং ফসলের সম্মানে আয়োজিত এই উৎসবে চীনারা তাদের পরিবারের সদস্যদের সঙ্গে একত্রিত হন এবং মুনকেক খান।
মধ্য চীনের হ্যনান প্রদেশের প্রাচীন শহর খাইফাং এবং উত্তর-পূর্ব চীনের লিয়াওনিং প্রদেশের চিনচৌ শহরে, জনপ্রিয় পর্যটন আকর্ষণ এবং ল্যান্ডমার্কগুলো আলোয় ঝলমল করছে। পর্যটক ও স্থানীয় বাসিন্দারা এই আলোকসজ্জায় মুগ্ধ।
বেইজিংয়ের বিখ্যাত বেইহাই পার্ক ছুটির দিনে লোকে লোকারণ্য। এখানে দুই হাজার বছরের ঐতিহ্যবাহী চাইনিজ বেল ঘিরে উদযাপন করছেন চীনারা।
ইয়ুননান , চেচিয়াং, কুয়াংতোং প্রদেশের শহর ও গ্রামগুলো এখন উৎসবমুখর।
সিছুয়ান প্রদেশের সুইনিং সিটি সিনচিয়াং অঞ্চলের উরুমছি শহরে বিশাল আকৃতির মুনকেক তৈরি করা হয়েছে। ছোংছিংয়ে নতুন ফসল দিয়ে তৈরি হয়েছে মুনকেক।
একইভাবে চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকং ও ম্যাকাওতে চলছে উৎসব উদযাপন।
শান্তা/ফয়সল