সেপ্টেম্বর ১৭: মধ্য-শরৎ উৎসব হচ্ছে চীনের অন্যতম ঐতিহ্যবাহী উৎসব। এতে পরিবারের সবাই একত্রিত হন। এ আনন্দের সময় উপলক্ষ্যে চায়না মিডিয়া গ্রুপ সিএমজি একটি গালা আয়োজন করবে। আজ (মঙ্গলবার) মধ্য-শরৎ উৎসব গালার অনুষ্ঠানসূচি প্রকাশিত হয়েছে।
মধ্য-শরৎ উৎসব গালায় মোট ৩০টিরও বেশি কার্যক্রম থাকবে। এতে কবিতা, গান, নাচ, ঐতিহ্যবাহী অপেরাসহ নানা বর্ণিল পরিবেশনা রয়েছে।
মধ্য-শরৎ উৎসব গালা মঙ্গলবার রাত ৮টায় প্রচার করা হবে।
এ ছাড়া, বিশ্বের অনেক দেশ ও অঞ্চলের দর্শকরাও টেলিভিশনে উচ্চ মানের মধ্য-শরৎ উৎসব গালা উপভোগ করতে পারবেন।
(আকাশ/তৌহিদ/ফেইফেই)