চীনের সিয়ান পিন রিফে অবৈধভাবে ৫ মাস অবস্থান করার পর ফিলিপিন্সের জাহাজ প্রত্যাহারের কারণ: সিএমজি
2024-09-17 17:30:57

সেপ্টেম্বর ১৭: চীনের সিয়ান পিন রিফে অবৈধভাবে অবস্থান করার ৫ মাস পর গত ১৫ সেপ্টেম্বর ফিলিপিন্স কোস্ট গার্ডের ৯৭০১নং জাহাজ পালাওয়ান দ্বীপের বন্দরে ফিরে গেছে। চায়না কোস্ট গার্ডের মুখপাত্র জানান, চীনের সাগরে আইন অনুযায়ী দেশের স্বার্থ নিশ্চিত করা এবং আইন প্রয়োগের কাজ চলবে। যাতে দৃঢ়ভাবে দেশের ভূখণ্ডের সার্বভৌমত্ব ও সাগরের স্বার্থ রক্ষা করা যায়। সিএমজি এসব কথা বলেছে।


ফিলিপিন্সের গণমাধ্যমে বলা হয়, ফিলিপিন্স কোস্ট গার্ড ৯৭০১নং জাহাজ পালাওয়ান দ্বীপের বন্দরে ফিরে আসার পর, চারজন ফিলিপিন্স কোস্ট গার্ড সদস্যকে জাহাজ থেকে স্ট্রেচারে করে নামিয়ে হাসপাতালে পাঠানো হয়।


চীনের কোস্ট গার্ডের মুখপাত্র লিউ ত্য চুন ১৫ সেপ্টেম্বর জানান, ফিলিপিন্সের এহেন আচরণ গুরুতরভাবে চীনের ভূখণ্ডের সার্বভৌমত্ব ও ‘দক্ষিণ চীন সাগরে পক্ষগুলির আচরণের ঘোষণাপত্র (ডিওসি)’ লঙ্ঘন করেছে এবং গুরুতরভাবে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করেছে। সিয়ান পিন রিফসহ নানসা দ্বীপপুঞ্জে চীনের নিরঙ্কুশ সার্বভৌমত্ব রয়েছে।


বিগত ৫ মাসে আইন অনুযায়ী চীনের কোস্ট গার্ড ফিলিপিন্স কোস্ট গার্ডের ৯৭০১নং জাহাজটি নিয়ন্ত্রণের ব্যবস্থা নেয়। ফিলিপিন্স একাধিক বার ওই জাহাজে রসদ সরবরাহ করার চেষ্টা করেছিল। তবে তা ব্যর্থ হয়। 


ফিলিপিন্সের গণমাধ্যমের খবরে বলা হয়, ফিলিপিন্স কোস্ট গার্ড ৯৭০১নং জাহাজ প্রত্যাহারের ২ দিন আগে, জাহাজটিতে সব খাবার ও পানি শেষ হয়ে যায়। 


১৪ সেপ্টেম্বর বিকালে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র উ ছিয়ান জানান, দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্র কোনো পক্ষ নয়। চীন-ফিলিপিন্সের দক্ষিণ চীন সাগর বিতর্কে হস্তক্ষেপ করার অধিকার যুক্তরাষ্ট্রের নাই। দ্বিপাক্ষিক চুক্তির অজুহাতে চীনা ভূখণ্ডের সার্বভৌমত্ব ও সাগরের স্বার্থ নষ্ট করতে পারে না যুক্তরাষ্ট্র।


তিনি জোর দিয়ে জানান, যারা দক্ষিণ চীন সাগরে সমস্যা সৃষ্টি করে এবং চীনা ভূখণ্ডের সার্বভৌমত্ব ও সাগরের স্বার্থ নষ্ট করে, তাদের বিরুদ্ধে চীন দৃঢ়ভাবে শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করবে।  

(আকাশ/তৌহিদ/ফেইফেই)