সেপ্টেম্বর ১৭: সম্প্রতি আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয় যে, ১৬তম শাংহাই আন্তর্জাতিক জনপ্রিয় ক্রীড়া উৎসব ১৯ ও ২০ অক্টোবর শাংহাইয়ে আয়োজন করা হবে।
এবারের উৎসবে তি সুই হ্রদের ১০ কিলোমিটার এবং ৫ কিলোমিটার দৌড়ানো প্রতিযোগিতা থাকবে। এ ছাড়া, যুব রোলার স্কেটিং ও ব্রেক ডান্স-সহ নানা প্রতিযোগিতাও থাকবে।
২০০৯ সালে প্রথমবার আয়োজনের পর শাংহাই আন্তর্জাতিক জনপ্রিয় ক্রীড়া উৎসব সুষ্ঠুভাবে ১৫বার আয়োজন করা হয়েছে। এতে খেলাধুলার মাধ্যমে স্থানীয় বাসিন্দা, ক্রীড়া সংস্থা ও শাংহাইয়ে অবস্থানরত বিদেশদের মধ্যে একটি বিনিময়ের বন্ধুত্বপূর্ণ সেতু হয়ে উঠেছে।
(আকাশ/তৌহিদ/ফেইফেই)