হো চি মিন সিটিতে চীন-ভিয়েতনাম ক্রস-বর্ডার মধ্য-শরৎ উৎসব গালা অনুষ্ঠিত
2024-09-17 18:00:05

সেপ্টেম্বর ১৭: গতকাল (সোমবার) সন্ধ্যায় ভিয়েতনামের হো চি মিন সিটিতে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী এবং  চীন-ভিয়েতনামের ক্রস-বর্ডার মধ্য-শরৎ উৎসব গালার সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়। চীন ও ভিয়েতনামের শিল্পী ও পারফরম্যান্স গ্রুপ একই মঞ্চে হাজির হন এবং চীন ও ভিয়েতনামের মধ্যে বন্ধুত্বের নাচ ও গান পরিবেশনা করেন। 

গালায় হো চি মিন শহরে চীনের কনসাল জেনারেল এবং ভিয়েতনামের হো চি মিন সিটির পিপলস কমিটির ভাইস চেয়ারম্যান আলাদাভাবে বক্তৃতা দেন। দু’পক্ষের বন্ধুত্বপূর্ণ সহযোগিতামূলক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার আশা প্রকাশ করেন তারা।

উল্লেখ্য, গালাটি ভিয়েতনামে মধ্য-শরত্ উত্সব সাংস্কৃতিক বিনিময় কার্যক্রমের একটি অংশ। এটি ৫ দিন চলবে।

(জিনিয়া/তৌহিদ/ফেই)