চীনের আন্তর্জাতিক পরিষেবা বাণিজ্য মেলায় হাজার সাফল্য
2024-09-17 18:03:21

সেপ্টেম্বর ১৭, সিএমজি বাংলা ডেস্ক: চায়না ইন্টারন্যাশনাল ফেয়ার ফর ট্রেড ইন সার্ভিসেস বা সিআইএফটিআইএস আয়োজনে প্রায় এক হাজার ফলাফল অর্জন করেছে চীন। ১২ থেকে ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় এ আয়োজন।

 

‘বৈশ্বিক পরিষেবা ও ভাগ করে নেওয়া সমৃদ্ধি’ থিমের এবারের সিআইএফটিআইএস আয়োজন অনুষ্ঠিত হয়েছিল বেইজিংয়ের চায়না ন্যাশনাল কনভেনশন সেন্টার ও শৌকাং পার্কে।

 

এবারের অফলাইন এ প্রদর্শনীতে দুই হাজারেরও বেশি প্রতিষ্ঠান যোগ দিয়েছে, যেখানে আন্তর্জাতিক প্রতিষ্ঠান ছিল ২০ শতাংশেরও বেশি।

 

ইভেন্টে এক লাখেরও বেশি দর্শক এসেছিলেন, যা গত বছরের তুলনায় ২০ শতাংশ বেশি।

 

এবারের সিআইএফটিআইএস আয়োজনে নতুন মানের উৎপাদনশীলতা বিকাশের ক্ষেত্রে ২০০টিরও বেশি সমন্বিত উদ্ভাবন দেখা গেছে।

 

ইভেন্টের সময় বিনিয়োগসহ সাতটি বিভাগে প্রায় এক হাজার সাফল্য এসেছে। বেশিরভাগই অর্জিত হয়েছে নির্মাণ, অর্থ এবং বাণিজ্যিক পরিষেবাসহ অন্যান্য ক্ষেত্রে।

 

অনুষ্ঠানে চীনের পরিষেবা বাণিজ্যের উন্নয়নসহ একাধিক প্রতিবেদন উন্মোচন করা হয়।

 

ফয়সল/শান্তা