সেপ্টেম্বর ১৭: চীনের ইস্টার্ন থিয়েটার কমান্ডের মুখপাত্র তাইওয়ান প্রণালীতে মার্কিন টহল বিমানের বিষয়ে একটি বিবৃতি দিয়েছেন। মুখপাত্র নেভাল কর্নেল লি শি বলেন, আজ (মঙ্গলবার) একটি মার্কিন পি-৮এ অ্যান্টি-সাবমেরিন টহল বিমান তাইওয়ান প্রণালী অতিক্রম করেছে। চাইনিজ পিপলস লিবারেশন আর্মির ইস্টার্ন থিয়েটার কমান্ড মার্কিন বিমানের গতিবিধি পর্যবেক্ষণের জন্য যুদ্ধবিমান পাঠায় এবং আইন ও বিধি মোতাবেক বিষয়টি মোকাবিলা করে। থিয়েটারে সেনারা সর্বদা উচ্চ সতর্ক অবস্থায় ছিল এবং জাতীয় সার্বভৌমত্ব ও নিরাপত্তার পাশাপাশি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা দৃঢ়ভাবে রক্ষা করেছে।
(জিনিয়া/তৌহিদ/ফেই)