জাতীয় দিবসে চার শতাধিক উদযাপনী কার্যক্রম আয়োজন করবে হংকং
2024-09-17 18:00:37

সেপ্টেম্বর ১৭: হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের প্রধান নির্বাহী লি কা-চিউ ১৭ সেপ্টেম্বর বলেছেন যে, হংকং এ বছরের জাতীয় দিবসে চার শতাধিক উদযাপনী কার্যক্রম পরিচালনা করবে।

লি বলেন, হংকংয়ের জাতীয় দিবস উদযাপনে বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজন করবে। যেমন পতাকা উত্তোলন অনুষ্ঠান এবং আতশবাজি প্রদর্শন। এ ছাড়া, জনগণের উপকারে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে। এর মধ্যে রয়েছে নাগরিকরা জাতীয় দিবসে বিনামূল্যে বাস নিতে পারবেন।

(জিনিয়া/তৌহিদ/ফেই)