ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন, রেড অ্যালার্ট জারি চীনে
2024-09-16 17:09:33

সেপ্টেম্বর ১৬, সিএমজি বাংলা ডেস্ক: চীনের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন বেবিনকা। প্রবল ঝড়ের মুখে প্রস্তুতি নিচ্ছে চীন। এরইমধ্যে রেড অ্যালার্ট জারি করেছে দেশটি। রোববার জাতীয় জাতীয় আবহাওয়া কেন্দ্র রোববার এই অ্যালার্ট জারি করে।

আবহাওয়া কেন্দ্র বলেছে সোমবার সকালে চেচিয়াং প্রদেশের চৌশান শহর থেকে চিয়াংসু প্রদেশের ছিতং শহরের উপকূলে আছড়ে পড়তে পারে টাইফুন। পাশাপাশি শাংহাই, চিয়াংসু, ও আনহুই প্রদেশেও আঘাত হানার আশংকার কথা জানানো হয়েছে।

চলতি বছরে টাইফুন বেবিনকা চীনের ১৩তম টাইফুন।  

এই বেবিনকা টাইফুনটি চলতি সপ্তাহে ফিলিপিন্সে আঘাত হানে। পথে ভয়াবহ ক্ষয়ক্ষতির চিহ্ণ রেখে এটি এখন চীনের শাংহাই শহরের দিকে এগিয়ে যাচ্ছে।

নাহার/শান্তা