কোরীয় উপদ্বীপ সমস্যার শান্তিপূর্ণ সমাধান এগিয়ে নেওয়া সব পক্ষের অভিন্ন স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ: মুখপাত্র
2024-09-16 22:37:59


সেপ্টেম্বর ১৬: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং ৩১ সেপ্টেম্বর বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে জানান, কোরীয় উপদ্বীপ সমস্যার শান্তিপূর্ণ সমাধান এগিয়ে নেওয়া সব পক্ষের অভিন্ন স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ।


উত্তর কোরিয়ার সরকারি গণমাধ্যমের খরবে জানা গেছে, সে দেশের নেতা কিম জন উন জোর দিয়ে জানান, উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্রাগার সম্প্রসারণ করা হবে। এ সম্পর্কে একজন সাংবাদিককে দেওয়া জবাবে চীনা মুখপাত্র বলেন, কোরীয় উপদ্বীপ সমস্যায় চীনের অবস্থান পরিবর্তন হয় নি। চীন বরাবরই মনে করে, কোরীয় উপদ্বীপের শান্তি ও স্থিতিশীলতা রক্ষা এবং কোরীয় উপদ্বীপ সমস্যার শান্তিপূর্ণ সমাধান এগিয়ে নেওয়া সব পক্ষের অভিন্ন স্বার্থের সঙ্গে জড়িত। এ খাতে চীন অব্যাহতভাবে গঠনমূলক ভূমিকা রাখবে বলে জানান মুখপাত্র। 

(আকাশ/তৌহিদ/ফেইফেই)