১৯৪৯ সালের পর সবচেয়ে শক্তিশালী টাইফুনের আঘাত চীনে
2024-09-16 17:12:30

সেপ্টেম্বর ১৬, সিএমজি বাংলা ডেস্ক: চীনের বাণিজ্যিক অঞ্চল শাংহাইতে আছড়ে পড়েছে শক্তিশালী টাইফুন ‘বেবিনকা’। স্থানীয় সময় সোমবার এ ঝড়টি আঘাত হানে। বেবিনকাকে বলা হচ্ছে ১৯৪৯ সালের পর সবচেয়ে শক্তিশালী ঝড়।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, ঘণ্টায় ১৫১ কিলোমিটার গতিতে ঝড়টি আঘাত হেনেছে। এর আগে ১৯৪৯ সালে টাইফুন ‘গ্লোরিয়া’ এমন তীব্র শক্তি নিয়ে আঘাত হেনেছিল।

এর আগে গেল সপ্তাহে চীনের হাইনান প্রদেশে শক্তিশালীর দিক দিকে ক্যাটাগরি ৪ এর সুপার টাইফুর ইয়াকি  আঘাত হানার পর এবার শাংহাইতে টাইফুন আঘাত হানল।

নাহার/শান্তা