সেপ্টেম্বর ১৬: সম্প্রতি ইরানের সেনাবাহিনীর প্রধান এবং উপ-সমন্বয়কারী হাবিবুল্লাহ সায়্যারি ১১তম বেইজিং সিয়াংশান ফোরামে যোগ দিতে চীনে আসেন এবং চীনে ইরানের দূতাবাসে চায়না মিডিয়া গ্রুপকে একান্ত সাক্ষাত্কার দেন।
তিনি বলেন, ইরানের তৈরি নিজস্ব অস্ত্রগুলি সম্পূর্ণরূপে দেশের চাহিদা পূরণ করে এবং এসব অস্ত্র অনেক বৈচিত্র্যময়। ইরান বহুবার বলেছে যে, ইরান ও অন্য আঞ্চলিক দেশ হাজার হাজার মাইল দূরে থেকে ভিন্ন দেশে হস্তক্ষেপ ছাড়াই আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে পারে।" তিনি বিশ্বাস করেন যে, এ ফোরামের মাধ্যমে অন্যান্য দেশের অবস্থান বোঝা যায় এবং একটি অভিন্ন লক্ষ্য অর্জনে একসাথে কাজ করতে পারে। এ ফোরাম ভবিষ্যত নিরাপত্তা সহযোগিতার জন্য একটি নতুন পরিস্থিতি উন্মুক্ত করেছে বলেও উল্লেখ করেন তিনি।
(জিনিয়া/তৌহিদ/ফেই)