চীনের সেবা বাণিজ্য মেলার প্রযুক্তি, ডিজিটাল আর্ট মুগ্ধ করছে দর্শনার্থীদের
2024-09-16 17:17:55

সেপ্টেম্বর ১৪, সিএমজি বাংলা ডেস্ক:  জমজমাট হয়ে উঠেছে চীন আন্তর্জাতিক সেবা বাণিজ্য মেলা। মেলার চতুর্থ দিনে পর্যটকরা মুগ্ধ হচ্ছেন প্রযুক্তি ও ডিজিটাল আর্টে। পাঁচ দিনব্যাপী এই মেলা শুরু হয় বৃহস্পতিবার।

গেল চারদিনে মেলায় ২০০ টি ফোরাম আয়োজিত হয়েছে। পাশাপাশি ১০০টিরও বেশি চমকপদ আবিষ্কার প্রদর্শিত হয়েছে।

এবারের মেলায় বেশি নজরকেড়েছে বিশ্বের দীর্ঘতম জলের নীচে হাই-স্পিড রেল টানেলে ব্যবহৃত একটি শিল্ড মেশিন, অত্যাধুনিক নির্মাণ প্রযুক্তি এবং মানবহীন টাওয়ার ক্রেন। 

বিগত কয়েক বছর ধরেই চীনের পরিষেবার বাণিজ্যে প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে। সরকারি তথ্যে দেখা গেছে, ২০২৪ সালের জানুয়ারি-জুলাইয়ের মধ্যে চীনের পরিষেবার আমদানি ও রপ্তানি বছরে ১৪.৭ শতাংশ বেড়ে ৪.২ ট্রিলিয়ন ইউয়ানে দাঁড়িয়েছে।

এবারের আয়োজনে গ্লোবাল ফুড জায়ান্ট নেসলে, জার্মান চিকিৎসা প্রযুক্তি কোম্পানি সিমেন্স হেলথিনিয়ারস ও মেডট্রনিকের মতো মেডিকেল ডিভাইস কোম্পানি অংশ নিয়েছে।

নাহার/শান্তা