সেপ্টেম্বর ১৬, সিএমজি বাংলা ডেস্ক: চীনে জনগণের কংগ্রেসের ব্যবস্থাকে বহাল রাখা, উন্নত করা এবং পরিচালনার প্রচেষ্টার ওপর জোর দিয়েছেন দেশটির শীর্ষ আইনপ্রণেতা চাও ল্যচি। সেইসঙ্গে জনগণের কংগ্রেসের কাজে নতুন ভিত্তি তৈরি করার কথাও বলেছেন তিনি।
চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য এবং শীর্ষ আইনসভা ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান চাও শনিবার বেইজিংয়ে আয়োজিত এক সিম্পোজিয়ামে এ মন্তব্য করেন।
চাও উল্লেখ করেছেন, পার্টি ও দেশের সমৃদ্ধি ও দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করতে চীনের জন কংগ্রেসের ব্যবস্থা মৌলিক রাজনৈতিক বৈশিষ্ট্য এবং এর সক্ষমতাকে পুরোপুরি কাজে লাগাতে হবে।
জনগণের কংগ্রেসের কাজের উচ্চমানের উন্নয়নকে এগিয়ে নেওয়া এবং কংগ্রেসের কাজের সমস্ত দিকগুলোয় তথ্য, অংশগ্রহণ, এবং তত্ত্বাবধানের ভেতর জনগণের অধিকার নিশ্চিত করার প্রচেষ্টার আহ্বানও জানিয়েছেন চাও।
ফয়সল/শান্তা