সেপ্টেম্বর ১৬, সিএমজি বাংলা ডেস্ক: চীনে এখন চলছে ছুটির মৌসুম। চীনের অন্যতম প্রধান সামাজিক উৎসব চোং ছিউ চিয়ে বা মধ্য শরৎ উৎসবের তিনদিনের ছুটির প্রথম দিনে অনেক শহরে লণ্ঠন প্রদর্শনী উপভোগ করেছেন জনগণ।
চীনের ঐতিহ্যবাহী চান্দ্র ক্যালেন্ডারের অষ্টম মাসের ১৫তম দিনে মধ্য শরৎ উৎসবের মুল দিবস পালন করা হয়। চলতি বছর ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার পালিত হচ্ছে দিবসটি। এর আগে সপ্তাহান্তের ছুটিতেই শুরু হয়ে গেছে উৎসবের আমেজ।
এই উৎসবের অনেকগুলো রীতি রেওয়াজ রয়েছে। এর অন্যতম হলো মুনকেক খাওয়া ও চাঁদের সৌন্দর্য উপভোগ করা। মুনকেক নামের বিশেষ একধরনের কেক খেয়ে থাকেন চীনের মানুষ।
বেইজিংয়ে উৎসব উপলক্ষে গ্র্যান্ড ল্যানটার্ন শোয়ের আয়োজন করা হয়। রোববার থেকে শুরু হয়ে সেপ্টেম্বরের শেষ পর্যন্ত চলবে এই প্রদর্শনী। নয়টি থিমযুক্ত এলাকা নিয়ে চলছে লণ্ঠন শো। ২০০টিরও বেশি আলোক সেট স্থাপন করা হয়েছে এখানে।
হুনান প্রদেশের ছাংশা সিটিসহ বিভিন্ন প্রদেশ, অঞ্চল ও শহরে চলছে অপেরা, নৌবিহার, পানিতে লণ্ঠন ভাসানোসহ নানা রকম আয়োজন। শাংহাই সিটিতে রয়েছে বিভিন্ন আয়োজন।
শান্তা /মিম