সেপ্টেম্বর ১৬: আজ (সোমবার) প্রথমদিন চীন আন্তর্জাতিক সেবা বাণিজ্যমেলা ২০২৪ সাধারণ মানুষদের জন্য খুলে দেওয়া হয়। খেলাধুলা পরিষেবা এলাকায় একাধিক বর্ণিল কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। এতে অনেকেই নানা কার্যক্রমে অংশগ্রহণ করছেন।
চীন আন্তর্জাতিক সেবা বাণিজ্যমেলায় ক্রীড়া পরিষেবা প্রদর্শনীতে টেবিল টেনিস-সহ একাধিক প্রতিযোগিতা অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে প্রতিদিন অনেক মানুষ খেলছে। এ ছাড়া, ক্রীড়া সরঞ্জাম প্রদর্শনীও অনেক মানুষকে আকর্ষণ করেছে।
জনৈক দর্শক বলেন, আমার পরিবারের বয়স্করা এ নতুন ধরনের খেলাধুলার সরঞ্জাম অনেক পছন্দ করেছেন।
পাশাপাশি, এবারের মেলায় অনেক উচ্চ মানের প্রযুক্তিগত খেলাধুলার নতুন পণ্যও দেখা যায়। এক সেট ‘বহিরঙ্গন স্মার্ট শরীরচর্চা সরঞ্জাম’ প্রত্যেক মানুষের শারীরিক অবস্থা অনুসারে, স্বয়ংক্রিয়ভাবে শরীরের সঙ্গে সমন্বয় করতে পারে এবং বিভিন্ন তথ্য মোবাইল ফোনে পাঠায়।
এই বহিরঙ্গন স্মার্ট শরীরচর্চা সরঞ্জাম সম্পর্কে প্রদর্শক নিং চেই ফেং বলেন, প্রতিদিন অনেক মানুষ এ যন্ত্র ব্যবহার করছেন। কারণ, তারা শেনচেন ও কুয়াং চৌয়ের পার্ক ও বসবাসের কমিউনিটিতে এটা দেখেছেন। এ ধরনের স্মার্ট ও ডিজিটাল শরীরচর্চার সরঞ্জাম আরও কমিউনিটিতে নির্মাণ করা হবে বলে আশা করেন তারা।
(আকাশ/তৌহিদ/ফেইফেই)