সেপ্টেম্বর ১৬, সিএমজি বাংলা ডেস্ক : আসন্ন মধ্যশরৎ উৎসবকে স্বাগত জানাতে চীন জুড়ে চলছে উৎসবের আমেজ। মঙ্গলবার উদযাপন হবে এই উৎসব। দেশব্যাপী শৈল্পিক পরিবেশনা, স্থানীয় খাবার তৈরি এবং সাংস্কৃতিক পর্যটন ইভেন্টসহ লোকসাংস্কৃতিক কর্মকাণ্ডের আয়োজনের মধ্য দিয়ে প্রাণবন্ত উদযাপনে মুখরিত চীন। চীনা চান্দ্র ক্যালেন্ডারে অষ্টম মাসের ১৫ তম দিনে উদযাপিত উৎসবটি পারিবারিক পুনর্মিলনের জন্য একটি বিশেষ উপলক্ষ।
উত্তর চীনের শানসি প্রদেশের রাজধানী থাইয়ুয়ানে, চিনছি মিউজিয়ামে ছুটির দিনে দর্শনার্থীদের সংখ্যা বেড়েছে, যা সাংস্কৃতিক পরিবেশনা এবং সঙ্গীত অনুষ্ঠানের মতো কার্যক্রমের মাধ্যমে ঐতিহ্যবাহী চীনা সংস্কৃতির এক বিশেষ অভিজ্ঞতা দেয়। সহস্রাব্দ প্রাচীন মন্দির চিনসি, যেখানে সং, ইউয়ান, মিং এবং ছিং রাজবংশের সময়ের শতাধিক ভাস্কর্য এবং ৩০টি প্রাচীন গাছ আছে।
এরই মধ্যে পূর্ব চীনের ফুচিয়ান প্রদেশের রাজধানী ফুচৌতে আয়োজন করা হয়েছে ধারাবাহিক সাংস্কৃতিক অনুষ্ঠানের। ‘ফুচৌতে আসুন এবং আশীর্বাদ গ্রহণ করুন’ এই থিমে তারা এই অনুষ্ঠানের আয়োজন করে।
ঐশী/শান্তা