হংকংয়ের বিষয়ে ব্রিটেনকে হস্তক্ষেপ বন্ধ করতে হবে: মুখপাত্র
2024-09-16 23:39:42


সেপ্টেম্বর ১৬: গত শুক্রবার বেইজিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, ব্রিটেনকে হংকংয়ের বিষয়ে হস্তক্ষেপ বন্ধ করার তাগিদ দেয় চীন। 


গত ১২ সেপ্টেম্বর ব্রিটিশ সরকার আবারও তথাকথিত ‘হংকং বিষয়ক অর্ধ-বার্ষিক প্রতিবেদন’ প্রকাশ করেছে। এর জবাবে চীনা মুখপাত্র বলেন, তথাকথিত ‘অর্ধ-বার্ষিক প্রতিবেদনের’ মাধ্যমে ব্রিটেন হংকংয়ের বিষয়ে হস্তক্ষেপ করছে। চীন বরাবরই তার বিরোধিতা করে। হংকং মাতৃভূমিতে ফিরে আসার পর, ‘এক দেশ, দুই ব্যবস্থা’ হংকংয়ে সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা হয়েছে। যা বিশ্বব্যাপী স্বীকৃতি পেয়েছে।


জনাব মুখপাত্র জোর দিয়ে বলেন, হংকং বিষয়টি একেবারেই চীনের অভ্যন্তরীণ ব্যাপার। হংকং ২৭ বছর আগে মাতৃভূমিতে ফিরে এসেছে। এই মৌলিক বাস্তবতাকে ব্রিটেনের উচিত সম্মান করা এবং হংকং বিষয়ে হস্তক্ষেপ বন্ধ করা।

(আকাশ/তৌহিদ/ফেইফেই)